ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এবার গুঞ্জন ক্যাটরিনা মা হচ্ছেন!

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০২:৩৬ পিএম

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিনীতি চোপড়ার মা হওয়ার খবর প্রকাশের পর এবার ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার ভারতীয় গণমাধ্যমে ক্যাটরিনা মা হওয়ার বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে।

সম্প্রতি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আর রাধিকার প্রাক-বিয়ের আসরে উপস্থিত হন ‘এক থা টাইগার’ তারকা ক্যাটরিনা আর তার স্বামী অভিনেতা ভিকি কৌশল। তবে উৎসব শেষ করে জামনগর থেকে ফেরার পথে ভিন্ন লুকে দেখা যায় ক্যাটরিনাকে।

হালকা গোলাপি রঙের ঢিলেঢালা আনারকলি পরে স্বামীর হাত ধরে হেঁটে যাচ্ছিলেন ক্যাটরিনা। মনে হচ্ছিল, একটু সচেতনভাবেই স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছেন অভিনেতা। পোশাকের সঙ্গে বিশাল ওড়না জড়িয়ে রাখেন নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

MB/FI
আরও পড়ুন