ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ক্যাটরিনার মা হওয়ার খবর, সালমানের মন্তব্যে বিভ্রান্তি

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৯:১৫ এএম

বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। এই খবর সামনে আসার পরই বলিউড জুড়ে অভিনন্দনের বন্যা বয়ে যায়। তবে এর পাশাপাশি আলোচনায় উঠে আসেন ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক, অভিনেতা সালমান খান। তাঁকে ঘিরে ছড়িয়ে পড়া একটি বিভ্রান্তিকর মন্তব্যের স্ক্রিনশট থেকেই এই বিতর্কের সূত্রপাত।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক স্ক্রিনশটে দেখা যায়, ভিকি-ক্যাটরিনার পোস্টের নিচে নাকি সালমান মন্তব্য করেছেন, এই সব ব্যক্তিগত বিষয় নেটমাধ্যমে দেওয়া বন্ধ করো।’ মুহূর্তেই এটি ছড়িয়ে পড়ে, শুরু হয় তুমুল বিতর্ক। নেটিজেনদের প্রশ্ন সত্যিই কি সালমান এমন মন্তব্য করেছেন?

তবে পরে জানা যায়, ভাইরাল স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া। সালমান খান ক্যাটরিনার মা হওয়া নিয়ে কোনো মন্তব্যই করেননি। বলিউডের ঘনিষ্ঠ সূত্রও বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। সে সময় তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে লন্ডনে মায়ের সঙ্গে সময় কাটান। চলতি বছরের সেপ্টেম্বরে ক্যাটরিনা ও ভিকি আনুষ্ঠানিকভাবে জানান, তাদের জীবনে আসছে নতুন অতিথি। অবশেষে শুক্রবার তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান।

বর্তমানে মা ও শিশু দুজনেই ভালো আছেন বলে জানিয়েছে পরিবার। যদিও ক্যাটরিনা কবে আবার বড় পর্দায় ফিরবেন, তা এখনো জানা যায়নি।

NB
আরও পড়ুন