ভারতে ফিরলেই গ্রেপ্তার হতে পারেন বলিউডের বিতর্কিত তারকা অভিনেত্রী রাখি সাওয়ান্ত। গত বছর মে মাসে চুপিসারে আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। সেই খবর প্রকাশ্যে আসার মাস কয়েক পরেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সম্পর্কের টানাপড়েন ও সেই সংক্রান্ত ঝুটঝামেলা নিয়ে বরাবর আলোচনার আসছেন রাখি।
স্বামীর বিরুদ্ধে নির্যাতন, ব্লাকমেইলসহ একাধিক অভিযোগ তোলেন রাখি। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন স্বামী আদিল। কারাগারে থাকেন মাসখানেক। জেল খেটে বেরিয়ে নতুন জীবন শুরু করেছেন আদিল।
চলতি মাসে ‘বিগ বস ১২’- এর প্রতিযোগী সোমি খানকে বিয়ে করেন তিনি। তারপরও রাখির সঙ্গে বিবাদ মিটছে না তার। রাখির নামে একগুচ্ছ অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছেন তিনি। পাশাপাশি আদিল জানান, এ মুহূর্তে গ্রেপ্তারের ভয়ে নাকি দেশছাড়া রাখি রয়েছেন দুবাইতে। দেশে ফিরলে দু’ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হবে তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একগুচ্ছ মামলা করেছি রাখির ওপর। যেগুলোয় জামিন পাচ্ছে না সে। সেই কারণে গত মাস চারেক ধরে ভারতে ছেড়ে দুবাইয়ে গিয়ে উঠেছে। যে দিন দেশে ফিরবে, সে দিনই দু’ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে ওকে।’ সূত্র: নিউজ ১৮।
