সবেমাত্র রাজনীতিতে পা রেখেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলতে গেলে রাজনীতির পাঠ মাত্র কয়েকদিনের! এর মধ্যেই নিজেকে ৩ কোটি টাকার নতুন গাড়ি উপহার দিলেন কঙ্গনা। অভিনেত্রীর এই বিলাসবহুল মার্সিডিজ গাড়ির কেনার কাণ্ডে এখন আলোচনা ও সমালোচনার ঝড় ভারতীয় চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে।
কয়েকদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। এবারের নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী। হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কঙ্গনা।
রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর থেকে আলোচনায় রয়েছেন কঙ্গনা। আর এবার বিলাসবহুল নতুন গাড়ি কিনে আলোচনার জন্ম দেন তিনি। তার সাদা রঙের নতুন গাড়ির ভিডিও এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।

রোববার (৭ এপ্রিল) রাতে মুম্বাইয়ের রাস্তায় নতুন গাড়ি নিয়ে বের হতেই বলিউড ‘ক্যুইন’-এর চারদিকে ফ্ল্যাশলাইটের ভিড়। কঙ্গনা নিজেই ছিলেন চালকের আসনে। সেই ছবি ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ফটোশিকারিরা, যা আপাতত সোশ্যাল মিডিয়ার আলোচনায়।
যদিও এর আগেও একটি মার্সিডিজ ব্র্যান্ডের মেব্যাক এস ৬৮০ গাড়ি কিনেছিলেন অভিনেত্রী, যার দাম ছিল ৩.৬ কোটি টাকা। আর এবার অভিনেত্রী কিনলেন নতুন মার্সিডিজ মেব্যাক জিএলএস গাড়িটি, যার দাম ২.৪৩ কোটি টাকা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
