ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভোটের আগে দালাই লামার দর্শনে কঙ্গনা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ পিএম

লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করেছে গত ২৪ মার্চ। প্রকাশিত সেই তালিকায় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী কঙ্গনা রানাউত। দল তাকে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে।

হিমাচলে জমিয়ে ভোট প্রচার সারছেন বলিউড এই তারকা। নিজেকে ‘মান্ডিকন্যা’ বলেই প্রচারে এলাকাবাসীদের সঙ্গে জনসংযোগে ব্যস্ত কঙ্গনা। আর এরই মাঝে কঙ্গনা পেলেন সুবর্ণ সুযোগ। দেখা করলেন তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে কঙ্গনা লিখলেন, আমি খুবই ভাগ্যবতী। দালাই লামা লামার দর্শন পেলাম। আমার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিন এটা। দালাই লামা জানালেন, তিনি হিমাচলকে ভালোবাসেন। ভারতকে ভালোবাসেন। সত্য়িই আমি গর্বিত।

বিজেপির নির্বাচনে লড়ার টিকিট পেয়ে দলের হাইকমান্ডকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত। এদিন টুইট করে কঙ্গনা লেখেন, আমার আদরের ভারত এবং ভারতের জনতার নিজেদের পার্টি ভারতীয় জনতা পার্টি আমাকে সবসময় নিঃস্বার্থভাবে সমর্থন করেছে। বিজেপির জাতীয় নেতৃত্ব আমার নাম ঘোষণা করেছে লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে। আমি আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকেই লড়াই করব। আমি হাইকমান্ডের এই সিদ্ধান্তকে স্বীকার করছি এবং নির্বাচনে লড়াই করব সেটা জানিয়েছি।

কঙ্গনার বলেন, মানুষের সেবা করাই আমার ধর্ম। ছোটবেলা থেকে তেমনটাই শিখেছি। আসলে ২০ বছর ধরে সিনেমা করেছি। একটা ঝকঝকে জীবনযাপন করেছি। অনেক হল, এবার সাধারণ মানুষের জন্য কিছু করার সময় এসেছে। এই সুযোগ ভগবান সবাইকে দেয় না। আমি সেটা পেয়েছি এবং আর এর সঠিক ব্যবহার করব। এখন এটাই আমার একমাত্র উদ্দেশ্য।

কঙ্গনা আরও জানান, বিজেপি এমন একটা রাজনৈতিক দল। যাদের মূল্যবোধ আমার মূল্যবোধের সঙ্গে মিলে যায়। তাই বিজেপিতে যোগ দিয়েছি। আমি জানি বিজেপির হাত ধরেই সাধারণের হয়ে কাজ করতে পারব। আমি অভিনেতা নই, নেতাও নই। আমি সাধারণ এক কর্মী। সূত্র ইন্ডিয়া টুডে, বলিউড হাঙ্গামা।

AS/WA
আরও পড়ুন