ভারতের স্বাধীনতা দিবসে বড়সড় ধামাকা নিয়ে আসছে ‘পুষ্পা: দ্য রুল’। মুক্তির অন্তত চার মাস আগে থেকেই শোরগোল ফেলে দিয়েছে ‘পুষ্পা: দ্য রুল’। সিনেমার প্রচার শুরুর আগেই খবরের শিরোনামে উঠে এসেছে ‘পুষ্পা’।
শোনা যাচ্ছে, প্রচারের আগে এবং মুক্তির অনেক আগেই ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। ভারতীয় সিনেমার ইতিহাসে অনন্য দৃষ্টান্ত গড়লেন আল্লু অর্জুন অভিনীত এই সিনেমা।
এই সিনেমায় অভিনয় করে প্রকৃত অর্থেই শোরগোল ফেলে দিলেন দক্ষিণ ভারতীয় তারকা আল্লু অর্জুন। অতীতে তিনি ঘরের মাঠে খেলা দেখালেও রাতারাতি প্যান ইন্ডিয়া স্টারের তকমা পেয়ে গেলেন আল্লু। হয়ে উঠেছেন গোটা দেশের ঘরের ছেলে।
গ্ল্যামারের মোড়ক থেকে আগাগোড়া বেরিয়ে, রোদে পোড়া চেহারা নিয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন পুষ্পারূপী আল্লু অর্জুন। পাখির চোখ করলেন গোটা দেশের দর্শককে। ‘মহাভারত’ মহাকাব্যের বীরের মতো লক্ষ্যভ্রষ্ট ছিলেন না বলেই পুষ্পার সিক্যুয়েল নিয়ে এখন থেকেই এত হাঙ্গামা শুরু হয়ে গেছে।
