ভারতের অন্যতম অভিনেত্রী সোনাক্ষী সিনহা। পরিবারের সবাই রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সোনাক্ষী রাজনীতিতে আসতে চান না। সোনাক্ষীর বাবা অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা বর্তমানে লোকসভার এমপি। এ বছরও তৃণমূল কংগ্রেসের হয়ে আসানসোল কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি।
শত্রুঘ্ন সিনহার তিন সন্তানের মধ্যে মেয়ে সোনাক্ষী সিনহা অভিনেত্রী। যমজ দুই ছেলের মধ্যে একজন বাবার মতো রাজনীতিতে পা রেখেছেন। সোনাক্ষীর মা পুনমও রাজনীতির সঙ্গে যুক্ত। একই পরিবারের তিনজনই রাজনীতিতে।
সোনাক্ষীকে নিয়ে গুঞ্জন উঠেছে, বাবার মতো রাজনীতিতে যোগ দেবেন। তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমার মনে হয় না কখনও রাজনীতি করতে পারব। কারণ, বাবাকে দেখেছি। তার মতো প্রতিভা আমার নেই। তিনি মানুষের খুব প্রিয়।
তিনি বলেন, আমি ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। রাজনীতিবিদদের জনগণের মানুষ হতে হয়। সবসময় তাদের জন্য থাকতে হয়, তাদের জন্য ভাবতে হয়। এসব আমি আমার বাবাকে করতে দেখেছি। তাই আমি মনে করি, এসব গুণাবলী আমার মধ্যে নেই।
অভিনেত্রী জানান, রাজনীতি নয়, অভিনয়ে মন দিতে চাই। রাজনীতিবিদ হতে হলে আপনাকে কারও কাছে আবেদন করতে হবে। মানুষের সমস্যা বুঝতে হবে আর তা নিজের সমস্যা মনে করে সমাধান করতে হবে। আমার মনে হয় এই সমস্ত গুণাবলী আমার মধ্যে নেই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
