কোক স্টুডিও সিজন ৩-র সাম্প্রতিক নিবেদন ‘মা লো মা’। গত শুক্রবার এই গান রিলিজের পর থেকেই ট্রেন্ডিংয়ের তালিকায় রয়েছে বাংলাদেশে। বাংলাদেশেও প্রশংসা কুড়োচ্ছে ‘মা লো মা’। তবে এই গানের গীতিকার কে? সেই প্রশ্নে উত্তাল কলকাতা। কোক স্টুডিও বাংলার তরফে উল্লেখ করা হয়েছে- এই গান লিখেছেন, খালেক দেওয়ান। পাশাপাশি জানানো হয়েছে, এই গানের আরেকটি ভার্সন ‘মা গো মা’ লিখেছেন নেত্রকোণার সাধক রশিদ উদ্দিন।
‘মা লো মা’ গেয়েছেন খালেক দেওয়ানের নাতি আরিফ দেওয়ান ও সাগর দেওয়ান। অথচ এই গানকে কেন্দ্র করেই নেত্রকোণায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হল। সাধক রশিদ উদ্দিনের ছোট ছেলে কালা মিয়া-সহ এলাকার সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস-সহ আরো অনেকেই যোগ দেন সেই প্রতিবাদ সভায়। সে দেশের সংবাদ মাধ্যমের কাছে কালা মিয়া স্পষ্ট দাবি করেন, ‘মা লো মা’ গানের স্রষ্টা রশিদ উদ্দিন। তিনি বলেন, ১৯৩৫ সালে ‘মা গো মা’ গানটি লিখেছিলেন রশিদ। পালটা যুক্তি দিচ্ছেন, খালেক দেওয়ানের নাতি আরিফ দেওয়ান।
বাংলাদেশের দুই অঞ্চলের অতি পরিচিত বাউল সাধক রশিদ উদ্দিন ও খালেক দেওয়ান বহু বছর আগেই পরলোক গমন করেছেন। হাজার হাজার বাউল গান রচনা করেছেন। রশিদ উদ্দিনের চেয়ে বছর কুড়ি বয়সে ছোট খালেক দেওয়ান। তারা কি পরস্পরকে চিনতেন? তাদের কি যোগাযোগ ছিল? এই প্রশ্নেরও সুস্পষ্ট উত্তর নেই, তবে আশ্চর্যজনক মিল রয়েছে- দুটি গানে। কোক স্টুডিওর জন্য এই গানটি অ্যারেঞ্জ এবং কম্পোজ করেছেন প্রীতম হাসান।
