ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীমণি

আপডেট : ১৩ মে ২০২৪, ১১:৫১ এএম

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। প্রেম, বিয়ে, সন্তান সবটাই ঘটা করে জানিয়েছেন অভিনেত্রী।পরীমণির জীবনের নতুন খবর হল কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি। কন্যা সন্তানের মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। পরীমণির ভাষায় আমার মেয়ে এল ঘরে। আমার মেয়ে, সাফিরা সুলতানা প্রিয়ম। মা দিবিসের আজকের (১২মে) দিনে দুই সন্তানের ভিডিও প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। 

নয় সেকেন্ডের ভিডিও শেয়ার করে পরীমণি ক্যাপশনে লিখেছেন, হ্যাপি মাদার্সডে টু মি। আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি। 

ভিডিও বার্তায় দেখা গেছে পরীর ছেলে পুণ্য ছোট বোনকে আদর করছেন। যদিও মেয়ের মুখ ভালোভাবে দেখাননি পরী। বোঝাই যাচ্ছে বেশ ঘটা করেই মেয়েকে দেখাবেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় চ্যানেল 24-কে দেয়া এক সাক্ষাৎকারে দুই সন্তানকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনার কথা বলতে গিয়ে পরীমণি বলেন, আমার জীবনে এখন কোনো আফসোস নেই। আমি ছেলেরও মা মেয়েরও মা। আমি বেশ কয়েকবার জোর দিয়েই বলেছি আমার জীবনে আর কেউ আসুক আমি চাই না। সব ভালোবাসা আমার দুই সন্তানের জন্য। আমি ওদের দু’জনকে ভালোবাসা দিয়ে যত্ন নিয়ে ভালো মানুষ হিসেবে বড় করতে চাই। আমি সবার কাছে দোয়া চাই ওদের জন্য। 

ছেলের জন্মের পর দীর্ঘদিনের কাজ থেকে বিরতিতে ছিলেন পরী। গেল বছরের শেষ দিক থেকে আবারও কাজে ফিরেছেন। আর ফিরেই একের পর এক কাজ করছেন তিনি। দুই বাংলাতেই কাজের পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন তিনি। বর্তমানে ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করছেন পরীমণি।

 

 

AS
আরও পড়ুন