আবারও হলিউডে অভিনয় করতে যাচ্ছেন টাবু

আপডেট : ১৫ মে ২০২৪, ০১:১০ পিএম

বলিউডের অন্যতম অন্যতম অভিনেত্রী টাবু আবারও হলিউডে অভিনয় করতে যাচ্ছেন। অভিনেত্রীকে এমিলি ওয়াটসন এবং অলিভিয়া উইলিয়ামসের সঙ্গে দেখা যাবে ডিউন: প্রফেসিতে।

কয়েক মাস আগে মুক্তি পেয়েছে দ্য ক্রু। সেই ছবিতে বিমানসেবিকা হিসেবে নজর কেড়েছেন টাবু। এবার সেই ছবির সাফল্যের রং ফিকে হতে না হতেই হলিউডের বড় প্রজেক্ট হাতে পেলেন অভিনেত্রী। এবার এইচবিও ম্যাক্সের প্রিক্যুয়েল সিরিজ ডিউন: প্রফেসিতে দেখা যাবে তাকে।

যদিও এই সিরিজের নাম প্রথমে ডিউন: দ্য সিস্টারহুড রাখা হয়েছিল বলেই জানিয়েছে ভ্যারাইটি। এই সিরিজে টাবুকে সিস্টার ফ্রান্সেসকার চরিত্রে দেখা যাবে।

ছবিতে টাবুর চরিত্রের বলা হয়েছে, তার চরিত্রটি ভীষণই শক্তিশালী, বুদ্ধিমতী সিস্টার ফ্রান্সেসকার চরিত্র হবে। তাঁর চরিত্রটি বড় ছাপ ফেলবে সকলের উপর। তিনি একটা সময় সেখানকার রাজার প্রেমিকা ছিলেন, সেখানেই তিনি ফিরবেন রাজধানীর ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে। এই প্রিক্যুয়েল সিরিজটি জনপ্রিয় উপন্যাস সিস্টারহুড অব ডিউনের উপর ভিত্তি করে বানানো হবে। এই উপন্যাসটি লিখেছেন ব্রায়ান হার্বার্ট এবং কেভিন জে অ্যান্ডারসন।

এর আগেও আন্তর্জাতিক ছবিতে কাজ করার অভিজ্ঞতা আছে টাবুর। তিনি ‘দ্য নেমসেক’, ‘লাইফ অব পাই’ এবং বিবিসি মিনি সিরিজ ‘অ্যা সুইটেবল বয়’–তে অভিনয় করেছেন। ২০১২ সালে ‘লাইফ অব পাই’ ছবিটি অস্কার জিতেছিল। এই ছবিতে টাবুর সঙ্গে ছিলেন ইরফান খান, আদিল হুসেন এবং সুরজ শর্মা। ৪টি ক্যাটাগরিতে অস্কার পায় এই ছবি। সূত্র: হিন্দুস্তান টাইমস

MB/AST
আরও পড়ুন