ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

১৮ কেজি ওজন কমিয়ে ভিন্নরূপে কার্তিক

আপডেট : ৩০ জুন ২০২৪, ১২:০৪ পিএম

রোমান্টিক-কমেডি বয় হিসেবে বলিউডজুড়ে সুখ্যাতি কার্তিক আরিয়ানের। তবে এবার ভিন্নরূপে হাজির হলেন তিনি। চরিত্রের প্রয়োজনে নিজের ওজন ১৮ কেজি কমিয়ে চেনা খোলস ছেড়ে ভিন্নরূপে হাজির এই বলিউড সুপারস্টার।

এবারের ঈদে মুক্তি পেয়েছে কবির খান পরিচালিত ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমা। মুক্তির পর থেকেই এই সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন কার্তিক। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ অভিনয়ে চ্যালেঞ্জ সম্পর্কে।

কবীর খান পরিচালিত ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমার গল্প ভারতের প্রথম প্যারা-অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী পদ্মশ্রী মুরলীকান্ত পেটকরকে নিয়ে। মুরলীর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কার্তিক। মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে না পারলেও সমালোচকদের ভূয়সী প্রশংসা পাচ্ছেন কার্তিক। 

প্রায় সব সমালোচকই বলেছেন, ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ ক্যারিয়ারসেরা অভিনয় করেছেন কার্তিক আরিয়ান।

প্রায় তিন বছর ধরে ছবিটির জন্য প্রস্তুতি নিয়েছেন কার্তিক। সম্প্রতি চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ছবিটির জন্য নিজের সামর্থ্যের চেয়েও বেশি নিবেদন ছিল তার।

কার্তিকের ভাষ্যে, ‘চরিত্রটি হয়ে উঠতে সাঁতার, বক্সিং, রেসলিংয়ে দারুণভাবে দক্ষ হতে হতো। কারণ, মুরলীকান্ত এসব কিছুতেই খুব ভালো ছিলেন। সাঁতার কাটতে আমার সবচেয়ে বেশি সমস্যা হয়েছে। কারণ, পেশাদার সাঁতার নিয়ে আমার ততটা ধারণা ছিল না।’

এই বলিউড সুপারস্টার বলেন, ‘চান্দু’ চ্যাম্পিয়ন ছবিটি তার জীবনদর্শন, চিন্তাভাবনা বদলে দিয়েছে। এমনকি ব্যক্তি কার্তিককেও অনেকটা বদলে দিয়েছে বলে জানান তিনি। ছবির নাম ‘চান্দু চ্যাম্পিয়ন’ প্রসঙ্গে কার্তিক বলেন, ‘শুধু বিজয়ী হলে আমার কাছে তিনি প্রকৃত চ্যাম্পিয়ন নন। সব ঝড়ঝাপটা অতিক্রম করে যিনি তার লক্ষ্যে পৌঁছে যান, তিনিই আমার কাছে প্রকৃত চ্যাম্পিয়ন। জীবনের কোনো প্রতিকূলতার কাছে যিনি হার মানেন না, তিনিই আমার চোখে চ্যাম্পিয়ন।’ ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবির পর অভিনেতা কার্তিকের মধ্যে অনেক বদল এসেছে বলে জানান তিনি। 

এ প্রসঙ্গে এ বলিউড অভিনেতা বলেন, ‘আগে আমাকে সবাই রোমান্টিক-কমেডি নায়ক হিসেবে বেশি চিনতেন। কিন্তু এই ছবির পর আমার প্রতি দর্শকের চিন্তাভাবনায় বদল এসেছে। মুরলীকান্ত পেটকরের চরিত্রে আমি সবাইকে চমকে দিয়েছি। নতুন কিছু করার মধ্যে এক আলাদা মজা আছে। এখন ছবির প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন আমি দেখি যে দর্শক হিসেবে ছবিটি দেখব কি না।’

AMK/AHA/FI
আরও পড়ুন