ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠান হবে ১২ জুলাই থেকে ১৪ জুলাই টানা তিন দিন ধরে। সর্বপ্রথম ১২ জুলাই শুক্রবার মূল বিয়ের অনুষ্ঠান বা শুভ বিবাহের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদ এবং রোববার (১৪ জুলাই) হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব। তবে বিয়ের পর্বে যাওয়ার আগে আম্বানি পরিবারে এ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে অনেকগুলো প্রাক- বিয়ের অনুষ্ঠান।
সে ধারাবাহিকতায় এবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সংগীতের অনুষ্ঠান আয়োজন করে শুক্রবার (৫ জুলাই)। আর সংগীতের এ অনুষ্ঠানেই এবার স্যান্ডো গেঞ্জি পরে পারফরম্যান্স করেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। ইতোমধ্যেই জাস্টিনের পারফরম্যান্সের নানান মুহূর্ত ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও দ্য ইকোনোমিক টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, আম্বানি পরিবারের অনুষ্ঠানে গান গাইতে আসা সব তারকার পারিশ্রমিককে ছাড়িয়ে গেছে বিবারের পারিশ্রমিক। শুক্রবার সন্ধ্যায় সুরের মুর্ছনা আর গানের জাদু ছড়াতে বিবার আম্বানি পরিবার থেকে নিয়েছেন ১০ মিলিয়ন ডলার বা ১ কোটি ডলার।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাওয়ের বরাতে এ তথ্য জানা গেছে। সংবাদ সংস্থাটি বলছে, ১০ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ৮৩ কোটি রুপির সমান (বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ১১৭ কোটি টাকা)।
জানা গেছে, ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য বিবার সাধারণত পারিশ্রমিক নিয়ে থাকেন আড়াই থেকে ৬ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ২০ কোটি থেকে ৫০ কোটি রুপি।
এ হিসাবে সর্বনিম্ন স্বাভাবিক হারের চেয়ে চারগুণ অর্থ আম্বানি পরিবার থেকে নিচ্ছেন বিবার। এ অর্থ আম্বানি পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে আসা রিহানা, শাকিরা, কেটি পেরি, বিয়োন্সে, পিট বুলের মতো তারকাদের পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছে।
সব তারকার পরিশ্রমিককে পেছনে ফেলা বিবারের এমন বিশাল পরিমাণ অর্থ পারিশ্রমিক জেনে অবাক নেটিজেনরা। অনন্ত-রাধিকার সংগীতে বিবারের পারফরম্যান্স দেখার জন্য তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।
কেমন হল সেই জাস্টিন বিবারের পারফরম্যান্স?
অনন্ত-রাধিকার সংগীতে পারফর্ম গানের সময় এদিন জাস্টিন পরেছিলেন সাদা স্যান্ডো গেঞ্জি, তার উপরে চাপিয়েছিলেন জ্যাকেট। যদিও পরে জ্যাকেটটি খুলে ফেলেন। সঙ্গে পরেছিলেন প্যান্ট, বুট এবং একটা টুপি। এদিন পপ তারকা তার ‘লাভ ইয়োরসেল্ফ’, ‘পীচস’, ‘হোয়্যার আর ইউ নাউ’ এবং ‘নো ব্রেইনার’ সহ আরও বেশ কয়েকটি গান। এদিন জাস্টিনের পারফরম্যান্স ঘিরে উপস্থিত অতিথিদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এরই মাঝে জাস্টিন যখন পারফর্ম করছিলেন, সেসময় হঠাৎই মঞ্চে উঠে যান ওরি ওরফে ওরহান আওয়াত্রামানি, জাস্টিনের সঙ্গে মঞ্চে যোগ দিয়ে তিনিও গাইতে শুরু করেন। যা দেখে নেটপাড়া কটাক্ষ করে বলছে, ‘সর্ব ঘটে কাঁঠালি কলা’।
