ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আম্বানিদের বিয়েকে কীসের সঙ্গে তুলনা করলেন জয়

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১১:২৯ এএম

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিয়েতে উপস্থিত ছিলেন হাই প্রোফাইল অতিথিরা। খবর করেছেন কাড়ি কাড়ি টাকা। এ বিয়েকে ব্যবসা হিসেবে দেখছেন অভিনেতা ও আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে জয় তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি এ বিয়েকে ব্যবসার সঙ্গে তুলনা করেছেন।ফেসবুকে জয় লিখেছেন, ‘আম্বানিদের পরিবারের বিয়ে আমার ধারণা এটি শুধু বিয়ে না। এটি একটি ব্যবসা। কারণ ব্যবসায়ীরা অকারণে পয়সা নষ্ট করে না। তাদের মনের খুশি পূরণের জন্য তারা ২০০ কোটি টাকা খরচ করবে। কিন্তু অন্যের প্রয়োজনে তারা দুই টাকা খরচ করবে না।’


‘গরিব এবং মধ্যবিত্তরা তাদের সন্তানের বিয়েতে সর্বস্ব দিয়ে মেহমানদারী করে। আন্তরিকতা দিয়ে করেন। সেখানে কোন ব্যবসা থাকে না। বর্তমান পৃথিবীতে যাদের কাছে পয়সা আছে তাদের পয়সার আরও বাড়বে। যাদের নেই তাদের কমবে। এবং একপর্যায়ে তাদের বিপর্যস্ত অবস্থা হবে। কোন বড় ব্যবসায়ী তার স্বার্থ ছাড়া এক পয়সাও হাতছাড়া করে না। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একটু পয়সা আছে আবার মনটা বিশাল এমন মহৎ কিছু চারপাশের চেনা জানা মানুষজন হরমেশায় পয়সা বিলিয়ে থাকেন। উপভোগ করে থাকেন জীবনকে পরিবারকে নিয়ে। মানুষের উপকার করে থাকেন। এমন মানুষজনকে স্যালুট।’


তিনি আরও বলেন, ‘বড়লোকরা পয়সা ইনকাম করে গরিবদের রক্ত চুষে। অমানবিকভাবে তাদের থেকে কাজ আদায় করে। তাদেরকে এক বিন্দু ছাড় দেয় না। সব বড়লোকি একরকম। সবচেয়ে বড় কথা হচ্ছে বড়লোকরা অধিকাংশই দুর্নীতবাজ। ব্যাংকের টাকায় ফুটানি মারে। ব্যাংক ওদের টাকা ঠিকমতো নিয়ে গেলে ওরা আমাদের চেয়ে খারাপ অবস্থায় চলে যাবে।
 
দুর্নীতি নিয়ে জয় বললেন, ‘দুর্নীতিবাজদের কারণে সমাজে ইতিমধ্যে তৈরি বৈষম্য এখন দৃশ্যমান। আগে আমরা মন খারাপ করতাম। এখন বুঝি আশেপাশে যারা টাকার ফুটানি মারে তারা আসলে আমাদের চেয়ে গরীব। ব্যাংকের টাকায় ঋণের টাকায় ঘুষের টাকায় দুর্নীতির টাকায় যারা বড়লোক তারা আপনার এবং আমার চেয়ে অনেক নিচে অবস্থান করছে। তাদেরকে এত পাত্তা দেয়ার কিছু নেই। চোখের দিকে চোখ রাঙানি দিয়ে কথা বলবেন দেখবেন তারা আপনাকে ভয় পাবে। এবং বেশি ভয় পেলে আপনার কাছে কানতে কানতে দুঃখের কথা শেয়ার করবে। আমি এমন ঘটনার সাক্ষী।’

MB/FI
আরও পড়ুন