কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছে টলিউডসহ ভারতবর্ষের বিভিন্ন শিল্পীরা। ধর্ষণের পর হত্যার বিচারের দাবিতে আন্দোলনকে সমর্থন দিয়েছেন ভারতের অন্যতম গায়ক কুমার শানু। অনুষ্ঠানের কারণে গায়ক বর্তমানে তিনি আমেরিকায় রয়েছেন।
তাই সরাসরি কথা বলতে পারেননি তিনি। তার হয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন শিল্পীর সহায়ক দিলীপ দে। দীর্ঘ ৪৩ বছর ধরে গায়কের ছায়াসঙ্গী তিনি। তার কথায়, বাংলার এই আন্দোলন শানুদাকে ছুঁয়ে গিয়েছে। তিনি নিজে নানা কারণে পথে নামতে পারছেন না। কিন্তু বাংলার বাকি শিল্পী-অভিনেতাদের প্রতিবাদী রূপ দেখে তিনি গর্বিত।

দিলীপ আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানে যাওয়ার আগে প্রতিদিনই এ বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলতেন কুমার সানু। সেই জায়গা থেকে শিল্পীসত্তার পাশাপাশি বাবা হিসাবেও তার বক্তব্য দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমিও দুই মেয়ের বাবা। শুধুই কলকাতার আরজি কর হাসপাতাল নয়, সারাদেশে এই মুহূর্তে মেয়েরা যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা দেখে ভয় করছে।
গায়কের মতে, এই প্রতিবাদের খুবই প্রয়োজন। কারণ, এটাই উপযুক্ত সময়। এখনই ন্যায় ছিনিয়ে আনতে হবে। না হলে আবারও অন্য আরও মেয়ে একইভাবে নিগৃহীত হবেন। একই সঙ্গে সহায়কের কাছে গায়কের আফসোস, নানা অনুষ্ঠানের কারণে বেশিরভাগ সময় তাকে দেশের বাইরে থাকতে হচ্ছে। ফলে চাইলেও তিনি নিজের শহর কলকাতায় পৌঁছাতে পারছেন না। সেখানে বাকি খ্যাতনামীদের সঙ্গে প্রতিবাদ মিছিলে পা মেলাতে পারছেন না। কিন্তু মন থাকে প্রত্যেকের পাশে।
