ধর্ষণ ও যৌন হয়রানি কিছুতেই থামছে না ভারতে। দেশটিতে আবারও আরেক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ মামলায় জনপ্রিয় মালয়ালম অভিনেতা সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
এনডিটিভি জানায়, গত আগস্ট মাসে সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়। অভিযোগ আনেন এক অভিনেত্রী। অভিযোগকারীর দাবি, ২০১৬ সালে তাঁকে হেনস্তা করেছিলেন সিদ্দিকী। তবে কেরালা পুলিশের কাছে চিঠি লিখে এ অভিযোগ অস্বীকার করেছিলেন সিদ্দিকী।
এর আগে গত আগস্টে মালয়ালম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সূত্র: এনডিটিভি
