নিজের বাড়িতেই ডাকাতি আটকাতে গিয়ে ছুরিকাঘাতে আহত সাইফ আলি খান সাময়িক ভাবে কিছুটা সুস্থ হলেও সংক্রমণের অনেক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। খবর হিন্দুস্তান টাইমস’র।
মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিফ নিউরোসার্জেন চিকিৎসক নিতিন ডাঙ্গে জানান, সংক্রমণের সংক্রমণের ‘অস্ত্রোপচারের পর সাইফ বর্তমানে অনেকটাই ভালো আছেন। আমরা তাকে হাঁটিয়েছি, তিনি ভালো ভাবেই হাঁটতে পেরেছেন। সাইফের সমস্ত প্যারামিটারও মোটামুটি ঠিক আছে।
তিনি বলেন, আইসিইউ থেকে বেরিয়ে গেলেও তাকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ তার মেরুদন্ডে আঘাত লেগেছিল। সেখান থেকে ফ্লুইড বেরিয়ে এসেছিল, এটা থেকে সংক্রমণের অনেক বড় সম্ভাবনা রয়েছে। তাই এখনও তাকে অনেকটা বিশ্রাম নিতে হবে। পাশাপাশি এক সপ্তাহ ওর হাঁটা চলাও বন্ধ রাখা হয়েছে। তাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
এদিকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। তবে তিনি সাইফকে ছুরিকাঘাত করেছেন কি না বা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিই কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।
প্রকাশ পেল সাইফ আলী খানের ওপর ‘হামলাকারীর’ ছবি
ডাকাতের ছুরিকাঘাতে আহত সাইফ আলি খান, হাসপাতালে ভর্তি