ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৌমী প্রেমিকা নন, বন্ধু: কবীর সুমন

বলা ভাল, বয়স বাড়লেও, প্রেমের ওপর চির আস্থা শিল্পীর। এ নিয়ে খোলামেলা পোস্টে আগেও সরাসরি নিজের মত প্রকাশ করেছেন সুমন। মেট্রো স্টেশনে প্রেমিক-প্রেমিকার প্রকাশ্যে চুমুকাণ্ডেরও সমর্থক ছিলেন সুমন।

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম

কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন ভালবাসা দিবসে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সমাজমাধ্যমে সৌমী নামে অল্প বয়সী এক নারীর ছবি পোস্ট করে লিখেছিলেন ‘আমাদের ভ্যালেন্টাইন।’ এ নিয়ে নেটাগরিকদের মধ্যে ৭৫ বছর বয়সী শিল্পীর নতুন ‘প্রেমিকা’ নিয়ে বয়ে গেছে আলোচনার ঝড়।

তবে ২৪ ঘণ্টা পেরুতেই না পেরুতেই শনিবার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সুমন বললেন, ‘সৌমী আমার প্রেমিকা নন, বন্ধু, নতুন করে প্রেমে পড়ার খবর ভুয়ো’। খবর হিন্দুস্তান টাইমস, বাংলা অনলাইন।

জানা গেছে, সৌমী বসু মল্লিক নামের ওই ফটোপোস্টের নারী সুমনের ছাত্রী। স্বাস্থ্যগত কারণে চিকিৎসকরা রাতে একা থাকতে নিষেধ করেছেন সুমনকে। তাই তার বাড়িতে অনেকেই থাকেন। তার মধ্যে সৌমীও রয়েছেন। তিনি পেশায় স্কুলশিক্ষিকা।

এ দিন সুমন সাংবাদিকদের খোলসা করে বলেন, ‘সৌমী আমার প্রাণের বন্ধু, তিনি আমার স্বজন। আমি তো বুড়ো হয়ে গিয়েছি। আমার রাতে একা থাকা বারণ। যে দু'তিন জন রাতে আমার সঙ্গে বাড়িতে থাকেন, সৌমী তাদের মধ্যে একজন। তিনি আমায় ওষুধ দেন। খাওয়াদাওয়ার দেখভাল করেন।’

‘এসো এক পাক ঘুরি ভালবাসার জন্য’...মঞ্চে কবীর সুমন, ছবি: ফেসবুক থেকে নেয়া

‘মৃন্ময়ী, কারা, সৌমী-সহ ছেলে, মেয়ে নির্বিশেষে অনেকেই থাকেন। ওদের বাবা-মায়ের সঙ্গেও আমার পারিবারিক সম্পর্ক। সৌমী মোটেই আমার প্রেমিকা নন। অন্যান্যদের মতো উনিও আমার ছাত্রী, বন্ধু। আমার বাড়িতে প্রয়োজন হলে দেখভাল করার জন্য থাকেন। নতুন করে প্রেমে পড়ার খবর ভুয়ো’, জানান সুমন।

বলা ভাল, বয়স বাড়লেও, প্রেমের ওপর চির আস্থা শিল্পীর। এ নিয়ে খোলামেলা পোস্টে আগেও সরাসরি নিজের মত প্রকাশ করেছেন সুমন। মেট্রো স্টেশনে প্রেমিক-প্রেমিকার প্রকাশ্যে চুমুকাণ্ডেরও সমর্থক ছিলেন সুমন।

২০২৪ সালের শেষের দিকে গুরুতর অসুস্থ হন কবীর সুমন। তাকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। অসুস্থতার পর থেকে বেড়ে গেছে বিধিনিষেধ। এ সময়ে সৌমীই যেন হয়ে উঠেছেন তার সঙ্গী।

বছর ২০ আগে এপারের আরেক কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে বিয়ের সম্পর্কে জড়ান সুমন। ধর্মান্তরিত হয়ে ছুঁড়ে ফেলেন চট্রোপধ্যায় পদবী। কিন্তু সেই সম্পর্কের ইতি ঘটেছে অনেক আগেই। সুমনের প্রথম স্ত্রী এপার বাংলার, দ্বিতীয় স্ত্রী বিদেশিনী ছিলেন বলে জানা গেছে।

 

আরও পড়ুন