সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন কিংবা স্টাইলের দিক দিয়ে বরাবরের মতোই এগিয়ে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এবার এই বিউটি কুইন পেলেন বড় সম্মাননা।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ওপার বাংলার টালিগঞ্জে প্রথমবারের মতো বসে চলচ্চিত্র জগতের স্টাইলিশ-গ্ল্যামারাস আর্টিস্টদের আসর। সেখানেই সকলের মাঝে বছরের সেরা ‘ট্র্যাডিশনাল কুইন অ্যাওয়ার্ড’ অর্জন করেন জয়া।
পুরস্কার প্রাপ্তির পর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করে অভিনেত্রী লিখেন, এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।
ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেকের মধ্যে বেশ কিছু জনপ্রিয় তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য হয়েছেন সম্মানিত।
