মেহজাবীন চৌধুরী ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। ইতোমধ্যে দর্শকদের অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এই অভিনেত্রী ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন। যেকোনো চরিত্রেই খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে তিনি। ১৩ বছরের প্রেমিক প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।
সম্প্রতি স্বামীর সঙ্গে গত বছরের নভেম্বরের কাটানো এক স্মৃতি প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী। গত বছর এই মেহজাবীন তার অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে মিসরে যান কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। যেখানে তার সঙ্গে ছিলেন সিনেমাটির প্রযোজক আদনান আল রাজীব।
মিসরের পিরামিড ছিল মেহজাবীন চৌধুরীর অন্যতম পছন্দের জায়গা। সেই জায়গাতেই গত বছর এই অভিনেত্রীর কাছে ধরা দেয় স্মরণীয় দিন হিসেবে। কারণ স্বপ্নের এই পিরামিডের পাশেই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি।
সেদিন প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব ডায়মন্ডের রিং পরিয়ে বিয়ের প্রস্তাব দেন মেহজাবীনকে। মিসরের সেই ছবিই সম্প্রতি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী।
যার ক্যাপশনে তিনি লিখেছেন, অবিস্মরণীয় এবং সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি স্মরণ করছি আজ। আমি তখন মিশরে, আমার অসাধারণ 'প্রিয় মালতী' টিমের সঙ্গে, আমাদের সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য। পরিকল্পনা ছিল একেবারে সাধারণ একটি ফটোশুট করার— ঐতিহাসিক পিরামিডের সামনে, যেটা আমি বহুদিন ধরে স্বপ্ন দেখেছিলাম। কিন্তু কে জানত, জীবন আরও বিশাল কিছু জন্য অপেক্ষা করছিল!
পরের ঘটনা স্মরণ করে মেহজাবীন লেখেন, যখন আমরা দাঁড়িয়ে ছিলাম সেই চিরচেনা পিরামিডের পেছনে, তখনই সেই “সাধারণ” ফটোশুট রূপ নিল এক অতুলনীয় মুহূর্তে। আদনান হঠাৎ হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করল।
মেহজাবীনের ভাষায়, সেই মুহূর্তে নিজেকে সেখানে পাওয়াটাই ছিল অবিশ্বাস্য—মিশর, সেই দেশ যা আমাকে ছোটবেলা থেকেই মোহিত করে এসেছে তার সমৃদ্ধ সংস্কৃতি, চিরন্তন ইতিহাস, রহস্যময় মমি আর বিস্ময়কর পিরামিডের জন্য। আমার ইচ্ছার তালিকার একেবারে শীর্ষে ছিল এই জায়গাটি। আর সেখানে এমন বিশেষ কিছু ঘটে যাওয়া...এটা ছিল জাদুকরী, অপ্রত্যাশিত এবং সবদিক থেকে নিখুঁত।
সবশেষ অভিনেত্রী উল্লেখ করেন, ২০ নভেম্বর, ২০২৪— একটি দিন যা চিরকাল আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।
