পাক-ভারত যুদ্ধের উত্তেজনা মাঝে বেশ সরব ছিলেন বলিউড তারকারা। কঙ্গনা, ভিকি কৌশল, অক্ষয়, বরুণ ধাওয়ান একাধিক তারকা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে কোনো মন্তব্য করতে দেখা যায়নি বলিউড বাদশা শাহরুখ খানকে। ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যেই বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশান শো ‘মেট গালা’র রেড কার্পেটে হাঁটতে অবস্থান করছিলেন আমেরিকায়।
‘মেট গালা’ আয়োজন শেষে ভারতে ফিরেছেন অভিনেতা। দেশে ফিরেই বড় সিদ্ধান্ত নিয়েছেন। পাক-ভারত দ্বন্দ্বের জেরে ‘কিং’ ছবির শুটিং বন্ধ করেছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল আগামী ১৬ মে থেকে। কিন্তু ভারত-পাক পরিস্থিতির কথা মাথায় রেখে ছবির শুটিং পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা।
বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও কিছু বিষয় এখনও স্পর্শকাতর। তাই ছবির সাথে সংশ্লিষ্ট সবাই শঙ্কিত। এই সময় কাজ শুরু করা ঠিক হবে কি না, সেটা নিয়ে সকলের ভাবনা। আগামী ১৬ মে থেকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য ছবির শুটিং পেছানো হতে পারে! পরিস্থিতি ও পরিবেশ শান্ত হলে ছবির কাজ শুরু করা সমীচীন হবে।
বলে রাখা ভালো, ‘কিং’ ছবিতে অভিনয় দিয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ কন্যা সুহানা খান। সিদ্ধান্ত আনন্দ পরিচালিত এ ছবিতে অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অভয় বর্মা, আরশাদ ওয়ারসি। এই ছবিতে সুহানার মায়ের চরিত্রে দেখা যাবে দীপিকাকে।
২০২৩ সালে শাহরুখ অভিনীত মুক্তি প্রাপ্ত ‘জাওয়ান’,‘পাঠান’, ‘ডানকি’ ঝড় তুলেছিল বক্স অফিসে। ‘কিং’ ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। জানা গেছে ২০২৬ সালের শেষের দিকে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
