ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বলিউডে ধূমপান ছেড়েছেন যারা

আপডেট : ০৪ জুন ২০২৫, ১১:৪৭ এএম

একসময়ে দিনে প্যাকেটের পর প্যাকেট সিগারেট খেয়ে ফাঁকা করে দিতেন। এখন ছুঁয়েও দেখেন না। আবার অনেকে মনে করেন, সিগারেট ছাড়া আর চাঁদকে ছোঁয়া—একই রকম কঠিন। তাদের মধ্যে কেউ-কেউ ‘ধূমপান’ ছাড়ার বিষয়টির সঙ্গে ‘অসম্ভব’ শব্দটিও যোগ করেছেন। কিন্তু এমন কেউ কেউ আছেন, যারা সিগারেট থেকে চিরতরে সরিয়ে নিয়েছেন নিজেদের। সে তালিকায় আছেন তাবত বলিউড সেলিব্রিটিদের নামও। তাই এক সময় যে সব বলিউড তারকারা ধূমপানে আসক্ত ছিলেন, তারা ধীরে ধীরে নিজেদের সরিয়ে নিয়েছেন এই নেশা থেকে। কারা, কবে ছাড়লেন ধূমপান, চলুন দেখে নেই সেই তালিকা—

শাহরুখ খান:

এই তালিকায় বোধ হয় সর্ব প্রথম থাকার কথা কিং খানের নামই। এক সময় তিনি নিয়মিত ধূমপান করতেন। প্রায় কখনওই তাঁকে দেখা যেত না সিগারেট ছাড়া। কিন্তু নিজের ৫৯ বছরের জন্মদিনে ভক্তদের সামনেই তিনি ঘোষণা করেন, আর ধূমপান করবেন না। শাহরুখ গত প্রায় ৩০ বছর ধরে ধূমপান করছেন।

কঙ্কনা সেন শর্মা:

এই বাঙালি অভিনেত্রী নিয়মিত ধূমপানে অভ্যস্ত ছিলেন। আর সেই অভ্যাস ছিল মাত্রা ছাড়াই। কিন্তু কঙ্কনা ধূমপান ছেড়ে দেন নিজের সন্তানের জন্য। ২০১১ সালের মার্চ মাসে প্রথম সন্তানের জন্ম দেন কঙ্কনা। তার পর সংবাদমাধ্যমের কাছে তিনিই জানিয়েছিলেন, এই মাতৃত্ব তাঁকে অনেকখানি বদলে দিয়েছে। তিনি রাতারাতি সিদ্ধান্ত নিয়েছেন আর ধূমপান না করার।

সাইফ আলি খান:

২০০৭ সালে এক বার অসুস্থ হয়ে পড়েন সইফ আলি খান। তখন তার বয়স মাত্র ৩৬। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তিনি হৃদ্‌রোগ আক্রান্ত। এর পরই পুরনো অভ্যাস ভুলে যাওয়া শুরু করেন সইফ। একেবারে ছেড়ে দেন ধূমপানের অভ্যাস।

অজয় দেবগন:

অনেকেই বলেন, অজয় নাকি স্ত্রী, কন্যার অনুরোধে ধূমপানের অভ্যাস ছেড়েছেন। তবে অভিনেতা নিজে দাবি করেছেন, নিজের জোরেই তিনি এই অভ্যাস ত্যাগ করেছেন। এমনকি পর্দায় খুব প্রয়োজন না হলে তিনি ধূমপানের দৃশ্যে অভিনয়ও করেন না। তবে অজয়ের বিরুদ্ধে অন্য মাদকজাতীয় দ্রব্যের বিজ্ঞাপন করার অভিযোগ রয়েছে।

আমির খান:

বড় ছেলে জ়ুনেইদ খানের ছবি ‘লাভিয়াপ্পা’ মুক্তির আগেই বড় ঘোষণা করেছিলেন আমির। জানিয়েছিলেন ধূমপানের অভ্যাস ত্যাগ করছেন তিনি। চলতি বছর জানুয়ারি মাসে ভক্তদের সামনে তিনি স্বীকার করেন, ধূমপান করতে তিনি খুবই পছন্দ করেন। কিন্তু এটি স্বাস্থ্যের জন্য মোটেও উপকারি নয়, তিনি জানেন। তাই প্রবীণ নাগরিক হয়ে ওঠার আগেই এই অভ্যাস ত্যাগ করে ফেলেছেন। চলতি বছর মার্চেই ৬০ বছরে পা দিয়েছেন অভিনেতা। আর সে দিনই তিনি তাঁর নতুন প্রেমের কথা ঘোষণা করেছিলেন।

RF
আরও পড়ুন