ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শুভাশিস-জ্যোতি জুটির মণিপুরি শর্টফিল্ম ‘হুনাসরি’

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৫:৪৫ এএম

দেশের মঞ্চ নাটকের পরিচিত মুখ শুভাশিস সিনহা ও জ্যোতি সিনহা। একসঙ্গে গড়ে তুলেছেন মণিপুরি থিয়েটার। মঞ্চে একজন নির্দেশনা দেন, অন্যজন অভিনয় করেন। একের পর এক কাজ করতে করতে তারা মঞ্চ নাটকের দর্শকের কাছে প্রিয় নাম, প্রিয় জুটিতে পরিণত হয়েছেন।

শুভাশিসের মেধাবী নির্মাণ আর জ্যোতির পরিণত অভিনয়ে সফল হয়েছে ‘কহে বীরাঙ্গনা’, ‘লেইমা’, ‘ইঙাল আঁধার পালা’, ‘হ্যাপী ডেজ’, ‘ও মন পাহিয়া’ মঞ্চ নাটকগুলো।

শুধু থিয়েটারেই আবদ্ধ থাকেননি এই জুটি। ‘আজ দীপার সবকিছু ভালো লাগছে, ‘আলো আমার আলো’, ‘দুই পাখি’ নামের চলচ্চিত্রগুলো করেছেন একসঙ্গে।

‘আজ দীপার সবকিছু ভালো লাগছে’ ছবিটি ইন্দো-সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা এশিয়ান শর্টফিল্ম ও সেরা ওম্যানস শর্টফিল্ম নির্বাচিত হয়। জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মানও অর্জন করেন জ্যোতিভ কোরিয়ান একটি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে এই ছবি।

সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারও নতুন শর্টফিল্ম নিয়ে আসছেন এই জুটি। ছবিটির নাম ‘হুনাসরি’। তাহারা'র ব্যানারে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শুভাশিস সিনহা। মুখ্য ভূমিকায় জ্যোতি সিনহা। এছাড়াও আছেন গৌরহরি চ্যাটার্জী, বিধান, স্বর্ণালী, সমরজিৎ, উপেন্দ্র, অঞ্জনা সহ অনেকেই। প্রযোজক উত্তম কুমার সিংহ। চিত্রগ্রহণ আবিদ মল্লিক। শিল্প নির্দেশনা সজলকান্তি সিংহ। সংগীতে শর্মিলা সিনহা।

শুভাশিস সিনহা বলেন, ‘তাহারা প্রযোজিত ৬ষ্ঠ ছবি এটি। ইতোমধ্যে ট্রেলার প্রকাশিত হয়েছে। অচিরেই কোনো একটি প্লাটফর্মে মুক্তি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বাবার কাছ থেকে স্বর্ণকারের বিদ্যা শিখে নিজের একটি হুনাসরি বা সোনার কাঠির মালা বানাতে শুরু করে অঞ্জুলি। কিন্তু বারবারই কাঠি কম পড়ে যায়। এ রহস্য নিয়েই নির্মিত হলো মণিপুরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'হুনাসরি'।’

 

khk
আরও পড়ুন