ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মধ্যরাতেও নেটিজেনদের মুগ্ধ করলেন নুসরাত ফারিয়া!

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৯:২৫ পিএম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া মধ্যরাতে হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে বধূবেশে ধরা দিলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের সাজে ছবি শেয়ার করেছেন তিনি। মধ্যরাতে অভিনেত্রীর পোস্ট করা ছবিতে মুগ্ধ হয়েছেন নেটিজেনেরা।

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ২টায় ফেসবুকে বিয়ের সাজের তিনটি ছবি আপলোড করেন ফারিয়া। ব্রাইডাল সাজের নতুন একটি ফটোশুটে শুভ্র সাদায় জমকালো ও মোহনীয় লুকে ধরা দেন অভিনেত্রী।

গ্লামারাস মেকআপ সাজে ন্যাচারাল লুকে সেজেছিলেন ফারিয়া। সাদা রংয়ের লেহেঙ্গায় ছিল স্টোন ও সুতার কাজ। রুপালি রংয়ের স্টোন বসানো লেইসে ছিল হালকা কাজের প্রাধান্য। পোশাকের সঙ্গে মিল রেখে পরেছিলেন স্টোন ও পুতির ভারী গয়না। চুল বেনী করে তাতে ফুলের গাজরা লাগানো ছিল।

এর আগে ফেসবুকে লাল রংয়ের পোশাকে মেহেদি পরা হাতে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। মেহেদি পরার আরেক মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছিলেন ফারিয়া। মেহেদি পরার সময় গোলাপি সালোয়ার কামিজে ধরা দেন ফারিয়া।
 
চুল বেনী করে কানে ভারী দুল পরেছিলেন। স্নিগ্ধ সে সাজ নেটিজেনদের মনে ধরেছে।

AHA
আরও পড়ুন