ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলুন: চমক

আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:২২ এএম

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ঘরে ঢুকে নির্যাতনের ঘটনায় সরব হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নির্যাতনের ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় সবাইকে আওয়াজ তুলতে বললেন এই অভিনেত্রী।

কুমিল্লার ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে চমক লিখেছেন, যারা মেয়েটির বিবস্ত্র ভিডিওটি শেয়ার করেছেন, প্লিজ দয়া করে সেটা ডিলিট করে দিন। আপনার কাছের লোকদেরও অনুরোধ করুন। ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলুন। তবে মেয়েটির ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানকে রক্ষা করে।

এদিকে মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করা তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। 

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের দুটি টিম মাঠে রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

RK/SN
আরও পড়ুন