ঢাকা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০১:৩১ পিএম

ঢালিউড মেগাস্টার শাকিব খান আগামী বছরের (২০২৬) ঈদুল ফিতরের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এ সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। তবে শাকিবের এ সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। 

গতকাল বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।

সিনেমাটি প্রসঙ্গে অনুষ্ঠানিভাবে কিছু জানাতে চাননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। তিনি বলেন, ‘এটা হবে অ্যাকশন ফিল্ম। যেটি দর্শক লার্জার দ্যান লাইফ হিসেবে বিগস্ক্রিনে দেখতে পাবেন। সবেমাত্র আমরা শাকিব ভাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমার নাম অন্যান্য অভিনেতা-অভিনেত্রী কারা থাকবেন এগুলো আগামীতে জানানো হবে।’

ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শাকিব খানের নতুন সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। জানা গেছে, মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। 

RK
আরও পড়ুন