প্রকাশ্যে এলো ‘রঙবাজার’-এর ফার্স্ট লুক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে এল নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’-এর ফার্স্ট লুক। সম্প্রতি নির্মাতার ফেসবুক পেজে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করার মাধ্যমে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি মুক্তির প্রাথমিক প্রস্তুতি হিসেবে এই ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে এবং খুব শিগগিরই এর টিজার মুক্তি পাবে।

সিনেমাটির মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লির একটি উচ্ছেদ অভিযান এবং সেখানকার বাসিন্দাদের জীবনসংগ্রামকে ঘিরে। বাস্তবধর্মী চিত্রায়নের লক্ষ্যে সিনেমার বড় একটি অংশের শুটিং সরাসরি দৌলতদিয়াতেই করা হয়েছে।

‘রঙবাজার’-এ অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় তারকা। অভিনেত্রী পিয়া জান্নাতুলকে এখানে একজন নায়িকার চরিত্রে দেখা যাবে। এছাড়া যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিন। মাদক কারবারির চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ এবং রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠুকে।

তামজিদ অতুলের মূল ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। লাইভ টেকনোলজিস প্রযোজিত এই সিনেমাটি এখন সেন্সর ও মুক্তির চূড়ান্ত অপেক্ষায় রয়েছে। এর আগে নির্মাতা রাশিদ পলাশ ‘পদ্মাপুরাণ’ ও ‘প্রীতিলতা’র মতো কাজ দিয়ে প্রশংসিত হয়েছিলেন, যার ফলে ‘রঙবাজার’ নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

DR
আরও পড়ুন
সর্বশেষপঠিত