ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোল্ডপ্লে কনসার্টে এইচআর হেডের সঙ্গে সিইও’র পরকীয়ার ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল!

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৪:৪১ পিএম

ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে-র কনসার্টে এক অপ্রত্যাশিত দৃশ্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। স্টেডিয়ামের ‘কিস ক্যাম’-এ ধরা পড়েছে এক মার্কিন সংস্থার সিইও ও এইচ আর-এর ঘনিষ্ঠ মুহূর্ত, যা ভাইরাল।

ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে-র কনসার্টে এক অপ্রত্যাশিত দৃশ্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। স্টেডিয়ামের ‘কিস ক্যাম’-এ ধরা পড়েছে এক মার্কিন সংস্থার সিইও ও এইচআর-এর ঘনিষ্ঠ মুহূর্ত, যা ভাইরাল। ১৬ জুলাই, মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে, কোল্ডপ্লে-র চলতি বিশ্ব সফরের একটি কনসার্টে এ ঘটনা ঘটে।

কনসার্ট চলাকালীন ‘কিস ক্যাম’-এর ক্যামেরা গিয়ে পড়ে দুই দর্শকের উপর। দেখা যায়, তারা ঘনিষ্ঠ অবস্থানে রয়েছেন। তবে বড় স্ক্রিনে ছবি ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই আচমকাই নিজেকে সরিয়ে নেন পুরুষটি। পাশের আসনে থাকা তরুণী মুখ ঢেকে ফেলেন স্পষ্ট অস্বস্তিতে।

পরে জানা যায়, ওই দুই ব্যক্তি হলেন অ্যান্ডি বায়রন, মার্কিন সফটওয়্যার সংস্থা Astronomer-এর সিইও এবং ক্রিস্টিন ক্যাবট, সংস্থারই চিফ পিপল অফিসার। সোশ্যাল মিডিয়ায় তাদের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। কারণ, অ্যান্ডি বায়রন বিবাহিত। তার স্ত্রী মেগান কেরিগান বায়রন থাকেন নিউ ইয়র্কে। ভাইরাল ভিডিওর কিছুক্ষণের মধ্যেই মেগান নিজের ফেসবুক প্রোফাইল থেকে ‘বায়রন’ পদবি সরিয়ে দেন। কিছুক্ষণ পর পুরো প্রোফাইলই ডিঅ্যাক্টিভেট হয়ে যায়।

অন্যদিকে, ওই মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর একেবারে স্টেজ থেকেই রসিকতা করে মন্তব্য করেন কোল্ডপ্লে-র গায়ক ক্রিস মার্টিন। তিনি বলেন, ‘ওদের দেখুন! হয়ত প্রেম করছে, নয়ত খুব লাজুক!’ এরপর স্টেডিয়ামজুড়ে হাসির রোল ওঠে। 

তবে সেই হাসির মুহূর্তই রূপ নেয় বিতর্কে, যখন প্রকাশ্যে আসে ওই দুই ব্যক্তির পরিচয়। এখনও পর্যন্ত Astronomer সংস্থা বা সংশ্লিষ্ট দুই প্রতিষ্টানের কেউই কোনও মন্তব্য করেননি।

FJ
আরও পড়ুন