ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ধানুশ–ম্রুণালের প্রেমের গুঞ্জন

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৩:২৬ এএম

দক্ষিণী তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বলিপাড়া সরগরম। একের পর এক ইঙ্গিত, সোশ্যাল মিডিয়ার গতিবিধি ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামনে আসায় নতুন করে আলোচনায় উঠে এসেছে এ জুটি। গুঞ্জন চলছে— তারা কেবল বন্ধু নন, বরং প্রেম করছেন। এমনকি পরিবারের তরফ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে বলে দাবি করা হচ্ছে ভারতের একাধিক সংবাদমাধ্যমে।

সম্প্রতি মুম্বাইয়ে ‘সন অব সরদার ২’-এর বিশেষ প্রদর্শনীতে ধানুশ ও ম্রুণালকে একসঙ্গে দেখা যায়। প্রদর্শনীর পর একটি ঘরোয়া অনুষ্ঠানে তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ ধরা পড়ে ভিডিওতে। পরে সেটি ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ধানুশ ম্রুণালের হাত ধরে শুভেচ্ছা জানাচ্ছেন—এই দৃশ্য থেকেই প্রেমের গুঞ্জন শুরু।

গুঞ্জন আরও ঘনীভূত হয় ম্রুণালের ১ আগস্টের জন্মদিনে। সেই দিনটি উপলক্ষে আয়োজিত পার্টিতে ধানুশের উপস্থিতি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। পরবর্তীতে ধানুশের নতুন সিনেমা *তেরে ইশ্ক মে*-এর একটি ঘরোয়া আয়োজনে ম্রুণালকেও দেখা গেছে।

টাইমস অফ ইন্ডিয়া ও ইন্ডিয়া টিভির তথ্য অনুযায়ী, ম্রুণাল ঠাকুর ইনস্টাগ্রামে ধানুশের দুই বোন—কার্তিকা কার্তিক ও বিমলা গীথাকে অনুসরণ করতে শুরু করেছেন। এর জবাবে তারাও ম্রুণালকে ফলো করেছেন। অনেকেই এই পারস্পরিক যোগাযোগকে ‘পরিবারিক অনুমোদনের’ ইঙ্গিত হিসেবে দেখছেন।

টাইমস অফ ইন্ডিয়া ও নিউজ ১৮-এর খবরে এক ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “হ্যাঁ, তারা ডেট করছেন। তবে সম্পর্কটি এখনো নতুন। এজন্য তারা বিষয়টি এখনই প্রকাশ্যে আনতে চান না। তবে একে অপরের সঙ্গে সময় কাটাতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন।”

ইন্ডিয়া টাইমস এবং সময়ম (তেলুগু) সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ধানুশের পরিবার বিশেষ করে, তার বোনেরা ম্রুণালকে ইতিমধ্যে মেনে নিয়েছেন। এমনকি এক মারাঠি পত্রিকা (Maharashtra Times) দাবি করেছে, ধানুশ ধুলিয়ার ‘জামাই’ হতে পারেন। যা ম্রুণালের নিজের শহরের প্রতি ইঙ্গিত। তবে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

ধানুশ এর আগে রজনীকান্তের কন্যা ও চলচ্চিত্র নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তকে বিয়ে করেছিলেন। ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০২২ সালে এবং ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। তাদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান।

অন্যদিকে, ম্রুণাল ঠাকুর বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দারুণভাবে নিজেকে প্রতিষ্ঠিত। ‘সীতা রামম’-এর মতো ব্লকবাস্টার হিট ছবিতে অভিনয়ের পর থেকে তার জনপ্রিয়তা দক্ষিণেও তুঙ্গে।

এক সাক্ষাৎকারে ম্রুণাল বলেন, তিনি বিশ্বাস করেন ‘বেশি কিছু প্রকাশ করলে নজর লেগে যায়’। সেই কারণেই তিনি নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন।

যদিও ধানুশ ও ম্রুণাল এখনো তাদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে সাম্প্রতিক ইঙ্গিতগুলো প্রেমের দিকেই ইশারা করছেন। পরিবার, ঘনিষ্ঠতা, পারস্পরিক উপস্থিতি— সবকিছু মিলিয়ে গুঞ্জনের বাস্তবতা ক্রমেই জোরাল হচ্ছে। তবে এই জুটির তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্তদের।

 

KHK
আরও পড়ুন