ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘মেইন রাস্তায় ব্যাটারি চালিত রিকশা চললে আমার গাড়ির ট্যাক্স দেব না’

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ এএম

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় জগতে নাম লেখান। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন চমক। প্রায় সময়ই সমাজের নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন তিনি। পাশাপাশি নিজের ভালো লাগার অনুভূতিগুলোও শেয়ার করেন। 

ঢাকার সড়কগুলোতে প্রতিদিন বাড়ছে যানজট। নষ্ট হচ্ছে কর্ম ঘণ্টা, তৈরি হচ্ছে জনদূর্ভোগ। যানজটের কারণে সঠিক সময় হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেকেই রাস্তায় প্রাণ হারাচ্ছেন। দেশের বেশিরভাগ নাগরিকারা মনে করেন রাজধানীতে যানজটের প্রধান কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। এবার ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে তার পোস্টে নেতিবাচক মন্তব্যে সয়লাব।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, মেইন রাস্তায় ব্যাটারি চালিত রিকশা চললে,সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।

অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, রিকশা না চললে আমরা চলবো কীভাবে?’ অন্য একজন অভিনেত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ‘গরিবের পেটে লাথি কেন?

অন্য একজন নেটিজেন লম্বা এক মন্তব্যে লিখেছেন, ছোট থেকে এই রিকশায় যাতায়াত করেছেন এখন একটু টাকা হয়েছে তো তাই ভাব বাড়ছে। অনেকেই বিভিন্ন কাজে যায় তারা কীভাবে যাবে? রিকশা বন্ধ হলে যারা রিকশা চালায় তারা কি করে খাবে? নিজের আগের অবস্থানের কথা ভাবুন বা অন্যদের কে ভালোবাসতে শিখুন কাজে লাগবে। নিচু মন-মানসিকতা বাদ দেন।

এদিকে নেটিজেনদের একাংশ অভিনেত্রীর মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘এটা ভালো উদ্যোগ’। 

অন্য একজন লিখেছেন, একদম ঠিক কথা বলেছেন আমাদের সবার উচিত ট্যাক্স বন্ধ করে দেওয়া। 

HN
আরও পড়ুন