ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গায়ক জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) মারা গেছেন ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ । তার এই অকাল মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে নানা প্রশ্ন। এবার সেই রহস্যের জট খুলতে সিঙ্গাপুরে যাচ্ছে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল। এ বিষয়ে আসামের ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে গঠন করা হয়েছে ১০ সদস্যের একটি টিম।

ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুর সরকারের সঙ্গে নিবিড় সহযোগিতার ভিত্তিতে এই বিশেষ টিম তদন্তের কাজ চালাবে।

জুবিন গর্গের মৃত্যুর সময় তিনি একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে ছিলেন। ঘটনার দিন বিকালেই তার শো ছিল। কিন্তু তার আগেই স্কুবা ডাইভিং করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে এই মৃত্যুর পেছনে কোনো গাফিলতি বা অন্য কোনো কারণ রয়েছে কি না।

জুবিন গর্গের মৃত্যুর বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, সিঙ্গাপুরের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শ্যামকানু মহন্তকে আগামী দু'দিনের মধ্যেই হেফাজতে নেওয়া হবে। এছাড়াও, জুবিনের ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ শর্মাকেও দ্রুত আটক করা হবে, যদি না তিনি আত্মসমর্পণ করেন।

MH/FJ
আরও পড়ুন