আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে নতুন বিতর্কের ঢেউ উঠেছে। সম্প্রতি তাদের দাম্পত্য জীবনে ভাঙনের গুঞ্জন বেড়েছে রহস্যজনক ফেসবুক পোস্ট এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে। বিশেষ করে হিরো আলম নিজের পরিবারের দায়িত্বশীল পাত্রী খুঁজছেন- এমন দাবি করে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুকে আলম লিখেছেন, ‘জুম্মা মোবারক। হে আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি ভুল মানুষের সঙ্গে ছিলাম, এখন বুঝতে পেরেছি। আমার জীবনে এমন একজন মানুষ দাও, যিনি হয়তো আমাকে ভালোবাসবেন না, কিন্তু আমার পরিবারকে ভালোবাসবেন। কারণ আমার পরিবারের মধ্যে তিন সন্তান ও দুই মা আছেন, যারা শুধুমাত্র আমার ওপর নির্ভরশীল। আমার সন্তানদের নিজের সন্তান মনে করে ভালোবাসবে।’
সম্প্রতি হিরো আলমের ওপর এক ধরনের হামলার ঘটনা ঘটে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল সমালোচনা ও সন্দেহের সৃষ্টি হয়। অনেকেই মনে করছেন, এই হামলার পেছনে আলমের স্ত্রী রিয়া মনির হাত রয়েছে। নেটিজেনরা দাবি করছেন, ‘রিয়া মনিকে রিমান্ডে নিলে হামলার সঙ্গে জড়িত সকল তথ্য বেরিয়ে আসবে।’ তাদের ভাষ্য, রিয়া মনি ও তার বয়ফ্রেন্ডের যোগসাজশেই এই ঘটনা সংঘটিত হয়েছে।
অন্যদিকে, হামলার ঘটনার আগে রিয়া মনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিচ্ছেদের অপর নাম মানুষটা ভালো থাকুক।’ এ ছাড়া গত বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে তিনি হিরো আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তবে ডিভোর্স সম্পর্কে তিনি কোনো স্পষ্ট তথ্য দেননি।
দাম্পত্য জীবনের এই টানাপোড়েন এখন নজর কাড়ছে সামাজিক মাধ্যমে এবং তা নিয়ে চলছে নানা কল্পনা ও আলোচনা।
