ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমাকে বর্তমানে খুব একটা সিনেমায় দেখা যায় না। এমনকি নাটকেও দেখা যায় না। তবে মাঝে মধ্যে বিভিন্ন রিয়েলিটি শোর অনুষ্ঠানে বিচারকের আসনে হাজির হতে দেখা যায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। সেখানে নতুন নতুন ছবি ও ভিডিও পোস্ট করতেই হুমড়ি খেয়ে পড়েন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
এ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করলেও সেখানে খুব একটা কথা বলতে দেখা যায় না। এবার আক্ষেপের সুরে কথা বললেন। রোববার (১৯ অক্টোবর) সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ এক স্ট্যাটাসে সম্পর্ক ও জীবনের বাস্তবতা নিয়ে গভীর বার্তা দিয়েছেন পূর্ণিমা।
লাস্যময়ী এ সুন্দরী নায়িকা লিখেছেন, ‘মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দেই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই—তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ।’
তিনি লিখেছেন, ‘প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে। যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহণ করে, তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে, সান্নিধ্যের ভান করে তারা আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে।’
এ তারকা লিখেছেন, ‘সময়ের চাকা যখন বিপরীতমুখী হয়, জীবন যখন সংগ্রামের অন্ধকারে ডুবে যায়—তখন তারাই সবার আগে দূরে সরে যায়। ঠিক যেমন মৌমাছি ফুল থেকে মধু নিঃশেষ হলে অন্য ফুলের কাছে উড়ে যায়—তেমনি তারাও সরে যায় স্বার্থের টানে।’
সবশেষ এ অভিনেত্রী লিখেছেন, ‘তাই এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।
প্রসঙ্গত, সম্প্রতি সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’র ২৪তম আসরে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন পূর্ণিমা।
বিইউপির শিক্ষার্থী ধর্ষণ মামলায় গ্রেফতার ২