ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জেমসের তৃতীয় স্ত্রী কে এই নামিয়া

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পিএম

রক মিউজিকের কিংবদন্তি ও নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস এবার নিজের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় ভক্তদের সামনে উন্মোচন করলেন। হঠাৎ করেই তিনি জানালেন, তৃতীয়বারের মতো বিয়ে করেছেন এবং হয়েছেন এক পুত্র সন্তানের পিতা।

নতুন এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন জেমস ও তার পরিবার।

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে জানান, তার তৃতীয় স্ত্রীর নাম নামিয়া আনাম। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি দম্পতি নুরুল আমিন ও নাহিদ আমিনের কন্যা। জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, পেশাগতভাবে তিনি একজন নৃত্যশিল্পী। 

২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে এক সংগীত সফরে জেমসের সঙ্গে নামিয়ার প্রথম পরিচয়। সেখান থেকেই সম্পর্ক গড়ে ওঠে এবং দ্রুত গড়ায় বন্ধনে। ২০২৪ সালের ১২ জুন এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে জেমসের বনানীর বাসায় একসঙ্গে বসবাস করছেন তারা। ২০২৫ সালের ৮ জুন, নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে এই দম্পতির প্রথম পুত্রসন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয়েছে জিবরান আনাম।

নতুন জীবন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে জেমস বলেন, ‘আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে।’

এর আগে চিত্রনায়িকা রথি ও বর্তমানে আমেরিকা প্রবাসী বেনজীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেমস। ২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের আলাদা হয়েছেন। কেননা বেনজীর তাদের একমাত্র কন্যা সন্তান জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিলেন। আর জেমস কোনভাবেই গান আর দেশ ছাড়বেন না। তখন সমঝোতার ভিত্তিতেই দুজনের ছাড়াছাড়ি হয়।

আর প্রথম স্ত্রী রথির ঘরে জেমসের এক পুত্র সন্তান দানিশ ও কন্যা জান্নাত রয়েছে। এরা দুজনে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে নিজ জীবনে ব্যস্ত সময় পার করছেন।

নামিয়া আনামের সঙ্গে জেমসের এই নতুন জীবন ভক্তদের মধ্যে যেমন বিস্ময় তৈরি করেছে, তেমনি উষ্ণ শুভেচ্ছাও কুড়াচ্ছে। ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালে রাখা এই শিল্পীর হঠাৎ খোলামেলা এই ঘোষণা নিঃসন্দেহে ভক্তদের জন্য এক আবেগঘন ও আনন্দের খবর।

DR/FJ
আরও পড়ুন