পাকিস্তানের বহুল পরিচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন রোমাইসা খান। যিনি একধারে ইউটিউবার, টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ২০১৮ সালে ইউটিউবে ভ্লগিং কনটেন্ট ক্রিয়েট শুরু করেন এবং পরবর্তীতে যাত্রা করেন টিকটকে। এর বছরখানেক পর ২০২০ সালে ‘মাস্টার্স’ নাটকের মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় তার।
অভিনেত্রী রোমাইসা এখন নাটকের পরিচিত মুখ। দুর্দান্ত অভিনয়ের মধ্যমে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। একাধিক নাটকসহ ‘আসাইব’ (২০২১) ও ‘জন’ (২০২৩) নামের দুটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। তবে পর্দার কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ৩৪ লাখ এবং টিকটকে ৮৬ লাখেরও বেশি ফলোয়ার এ তারকার।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রোমাইসা খান একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে নিজের একটি মজার স্মৃতি ভাগ করে নিয়েছেন। এতে তিনি জানিয়েছেন, একবার তার সাবেক একজন ছাত্র বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যা বেশ অবাক করেছিল তাকে।
এ তারকা জানান, অভিনয় জগতে অভিষেকের আগে একটি নতুন আইফোন কেনার জন্য টাকা সঞ্চয় করছিলেন তিনি। তখন টাকা সংগ্রহের জন্য টিউশনি করতেন। তার বয়স ছিল মাত্র ১৭ বছর এবং ওই সময় অষ্টম শ্রেণির ছাত্রদের পড়াতেন তিনি।
অভিনেত্রী জানান, সেখান থেকেই একজন সাবেক ছাত্র সম্প্রতি মেসেজ করেছেন তাকে। এতে তাকে বিয়ে করতে আগ্রহী বলে জানিয়েছেন। এমনকি পাকিস্তানি তারকার মায়ের কাছে বিয়ের একটি প্রস্তাব পাঠাতেও চেয়েছিলেন ওই ছাত্র।
রোমাইসা খান বলেন, আমি ওই ছাত্রের এমন মেসেজ দেখে শুধুই হেসেছি। তখন বুঝতে পেরেছি যে, ছাত্রদের থেকে খুব বেশি বড় নই আমি। আর প্রস্তাবটিকে শুধুই মজার ছলে নিয়েছি।
সামাজিক প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ 