ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লাইফ সাপোর্টে অভিনেতা ধর্মেন্দ্র

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৮:২২ পিএম

আবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  ৮৯ বছর বয়সী বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং লাইফ সাপোর্টে রয়েছেন বলে ভারতের একাধিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। পরিবারের সদস্যরা সকাল থেকেই হাসপাতালে অবস্থান করছেন, তবে এখনো পর্যন্ত পরিবার বা হাসপাতালের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। 

জানা গেছে, এই মুহূর্তে তাকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। ধর্মেন্দ্রর চিকিৎসার জন্য আলাদা মেডিকেল বোর্ডও তৈরি করা হয়েছে। এই মুহূর্তে অভিনেতা রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ধর্মেন্দ্র বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন।

গত সপ্তাহে অভিনেতা শ্বাসকষ্ট অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বয়সজনিত নানা জটিলতার কারণে তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে চোখে গ্রাফট সার্জারি হয় তার। চিকিৎসকরা জানিয়েছেন, বয়সের কারণে তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সূত্র: এনডিটিভি

FJ
আরও পড়ুন