‘জেবু’কে নিয়ে যা বললেন জাইমা রহমান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

দীর্ঘ দেড় দশক পর বিএনপি নেতা তারেক রহমানের পরিবারের সঙ্গে লন্ডন থেকে বাংলাদেশে এসেছে তারেক-কন্যা জাইমা রহমানের প্রিয় বিড়াল ‘জেবু’। বিড়ালটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে তৈরি হওয়া ব্যাপক কৌতূহল নিয়ে আজ সোমবার সকালে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন জাইমা রহমান।

জাইমা লিখেছেন, ‘জেবুকে ঘিরে এত কৌতূহল দেখে আমি কিছুটা অবাক, আবার মজাও পাচ্ছি।’ তিনি জানান, জেবু কেবল একটি পোষা প্রাণী নয়, বরং তাদের পরিবারের একজন অবিচ্ছেদ্য সদস্য হয়ে উঠেছে। লন্ডনে থাকার সময় জেবু তারেক রহমানের অনলাইন মিটিংগুলো শেষ হওয়া পর্যন্ত তাঁর কোলে গুটিশুটি মেরে বসে থাকত। এমনকি বাসায় ফিরে তারেক-জুবাইদা দম্পতি আগে জেবুর খবর নিতেন, তারপর মেয়ের!

পেশায় আইনজীবী জাইমা রহমান প্রাণিপ্রেমের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘জেবুর মাধ্যমে আমাদের অনেকেই ধৈর্য শিখেছে, সব প্রাণীর প্রতি মমতা শিখেছে। ভালোবাসা তো প্রজাতির সীমা মানে না।’ তিনি জেবু সম্পর্কে কিছু মজার তথ্য দিয়ে জানান, এই বিড়ালটি সাধারণ বিড়ালের মতো ‘মিউ মিউ’ করে না, বরং খুশি বা অবাক হলে পাখির মতো নরম শব্দে ডাক দেয়। তবে অনুমতি ছাড়া কোলে নিলে সে বেশ বিরক্তি প্রকাশ করে।

মহাদেশ পেরিয়ে সম্পূর্ণ নতুন এক পরিবেশে জেবুর মানিয়ে নিতে কিছুটা কষ্ট হচ্ছে জানিয়ে জাইমা সবার কাছে সহানুভূতি প্রত্যাশা করেছেন।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তারেক রহমানের সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি এই আদুরে বিড়ালটির দেশে ফেরার বিষয়টি সংবাদ শিরোনামে উঠে আসে এবং প্রাণিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

DR/SN
আরও পড়ুন