জাসাসের নির্বাচনি সাংস্কৃতিক উপ-কমিটি গঠন

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস বিভিন্ন উপ-কমিটি গঠণ করেছে।  জাসাস আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন সাক্ষরিত ৭৩ সদস্য বিশিষ্ট নির্বাচনকালীন গণসংযোগের সাংস্কৃতিক উপ-কমিটির মেয়াদ আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। 

অভিনেতা হেলাল খান আহ্বায়ক ও গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু সদস্য সচিব। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, গীতিকার মনিরুজ্জামান মনির, সংগীতশিল্পী খুরশিদ আলম, সংগীতশিল্পী কনক চাপা, সংগীতশিল্পী রিজিয়া পারভীন, সংগীতশিল্পী ফাতেমাতুজ জোহরা, গীতিকার ইথুন বাবু, সংগীতশিল্পী হাসান চৌধুরী, অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা সানু, সংগীত শিল্পী জামাল উদ্দিন নাসির, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী ,  সংগীতশিল্পী আব্দুল মান্নান রানা, সংগীতশিল্পী আলম আরা মিনু,  সংগীতশিল্পী পিয়াল হাসান, বংশীবাদক গাজী আব্দুল হাকিম, কৌতুক অভিনেতা কাজল, সংগীতশিল্পী জাকির হোসেন আখের, অভিনেত্রী রিনা খান, চিত্রনায়ক মেহেদী, অভিনেতা শাহেদ খান, কবি, অভিনেতা ও আবৃত্তিশিল্পী এবিএম সোহেল রশিদ, চারু ও কারুশিল্পী রুস্তম আলী প্রামাণিক, সংগীতশিল্পী শাহীনুর আবেদীন, আলোক চিত্রশিল্পী বাবুল তালুকদার, কবি ও আবৃত্তিশিল্পী এনামুল হক জুয়েল, সংগীতশিল্পী অধ্যক্ষ আশরাফ হোসেন শাহীন, সংগীতশিল্পী এম আই মিঠু, চিত্র পরিচালক নাসির উদ্দিন মিলন, চিত্র পরিচালক সায়মন তারিক, গীতিকার মো. মিজানুর রহমান, সংগীতশিল্পী এফ এ সুমন, সংগীতশিল্পী মৌসুমী চৌধুরী, সংগীতশিল্পী সাদমান পাপ্পু, সংগীতশিল্পী পরান আহসান,সংগীতশিল্পী রেখা সুফিয়ানা, সংগীতশিল্পী রুক্সার রহমান,  সংগীতশিল্পী রাফিজা আলম লাকী, সংগীতশিল্পী মৌসুমী ইকবাল,সংগীতশিল্পী সুলতানা জামান জ্যোৎস্না,সংগীতশিল্পী মিতা মল্লিক, ক্লোজআপ ওয়ানশিল্পী রাজিব,চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পী সালমান রাজ, সংগীত শিল্পী মনির হোসেন,  সংগীত শিল্পী হাবিবুর রহমান, সংগীতশিল্পী জিহাদ ইমরা, নৃত্য শিল্পী মেহবুবা মাহনুর চাঁদনী, ক্লোজ আপ ওয়ান শিল্পী  টুটুল, যাদুশিল্পী শাহেন শাহ, অভিনেত্রী স্মরণী শাহনাজ, সংগীতশিল্পী নারগিস আক্তার লুনা (বাগেরহাট),  সংগীতশিল্পী শামীম (খুলনা), সংগীত শিল্পী রাজ্জাক (ফরিদপুর), সংগীতশিল্পী সুজন (গাইবান্ধা), কবি ও সাহিত্যিক নাজমা সাঈদ (চট্টগ্রাম, কবি ও সাহিত্যিক উমর ফারুক, চিত্রপরিচালক জয় সরকার, সংগীতশিল্পী মীর হোসেন মিরু,  সংগীতশিল্পী শাহাদাত হোসেন (মাগুরা), সংগীতশিল্পী হারুন, সংগীতশিল্পী মুক্তার, সংগীতশিল্পী জামান,সংগীতশিল্পী রাতুল, সংগীতশিল্পী আফরোজা পারভীন সীমা, সংগীতশিল্পী জেসমিন ঝুমা (সিলেট), সংগীতশিল্পী রাজন খান (সিলেট), সংগীতশিল্পী উপমা তালুকদার (সিলেট), সংগীতশিল্পী সুইটি আক্তার মীম (জামালপুর), পরিচালক ওয়াহিদুজ্জামান ডায়মন্ড,  চিত্রনায়িকা সোহানা, সংগীতশিল্পী মিজান চৌধুরী (হবিগঞ্জ), আবৃত্তিশিল্পী জান্নাতুল ইলমি সূচনা, নৃত্যশিল্পী আব্দুর রশিদ স্বপন, নাট্যশিল্পী সদস্য নাজমুল এহসান পিয়াস।

FJ
আরও পড়ুন