বিপিএল ঢাকা পর্বের টিকিটের দাম ঘোষণা 

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নতুন করে রোমাঞ্চ ছড়াতে ফিরছে রাজধানী ঢাকায়। সিলেট পর্ব শেষ হওয়ার পর চট্টগ্রাম পর্ব বাতিল হওয়ায় দুই দিনের বিরতি দিয়ে ১৫ জানুয়ারি থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ঢাকা পর্বের খেলা। এই পর্বকে সামনে রেখে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা পর্বের সব ম্যাচের জন্য সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। পূর্ব গ্যালারির টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। উত্তর গ্যালারি ও আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা। ক্লাব হাউজ গ্যালারির টিকিট কিনতে লাগবে ৫০০ টাকা এবং ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৮০০ টাকা।

এ ছাড়া ১ হাজার টাকায় ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ও ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থে বসে খেলা দেখার সুযোগ থাকবে। সবচেয়ে ব্যয়বহুল গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

এবারের বিপিএলের সব টিকিটই বিক্রি হবে অনলাইনে। আগামী ১২ জানুয়ারি থেকে www.gobcbticket.com.bd
ওয়েবসাইটে ঢাকা পর্বের টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।

ঢাকা পর্বের প্রথম দিনে দুপুরে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় খেলবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে ঢাকাতেই- ১৯ জানুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি বসবে বিপিএলের মহারণ ফাইনাল।

FJ
আরও পড়ুন