নতুন নাটক নিয়ে আসছে ঢাকার মঞ্চের অন্যতম আলোচিত নাট্যদল দেশ নাটক। প্রতিদিনের মহড়ায় ব্যস্ত সময় পার করছে দলটি। চলতি মাসেই ‘পারো’ নামের নতুন নাটক মঞ্চায়ন করবে দেশ নাটক। দেশ নাটকের ২৫তম প্রযোজনার নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন মাসুম রেজা। নাটকের মূল চরিত্রে দেখা যাবে বন্যা মির্জাকে। নাটকটির পোশাক পরিকল্পনায়ও আছেন তিনি।
২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে `পারো‘র উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন একই স্থানে, একই সময়ে হবে আরেকটি প্রদর্শনী।
একজন নারীর সংগ্রামী জীবনের কাহিনি নিয়ে লেখা হয়েছে নাটকটি। যে নারী তার জীবনের প্রতিবন্ধকতাগুলো পেরোতে চায়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার ভেতরের সত্তা। তার মূল দ্বন্দ্বটা নিজের সঙ্গে নিজের। মেয়েটার বস তার সঙ্গে বাজে ব্যবহার করে, যেটা তাকে প্রতিনিয়ত দগ্ধ করে। অথচ এ ব্যাপারে তার স্বামী কোনো পদক্ষেপ নেয় না। এখান থেকে শুরু হয় গল্প। তখন সে এই বন্ধনগুলো ভাঙতে চায়। প্রতিবাদ করতে চায়। কিন্তু তার ভেতরই তাকে প্রতিবাদ করতে দেয় না।
অভিনেত্রী বন্যা মির্জা এখন বছরের বেশির ভাগ সময় থাকেন নিউইয়র্কে। দেশে এলে মঞ্চনাটক নিয়েই ব্যস্ত থাকেন। অভিনেত্রী জানিয়েছেন, এখন নিয়ম করে প্রতিদিন এ নাটকের মহড়ায় অংশ নিচ্ছেন। এ মাসের শেষে তিনি নিউইয়র্কে ফিরে যাবেন। তার আগে পারোর কয়েকটি শোতে অভিনয় করবেন জনপ্রিয় এই অভিনেত্রী।
