ঢাকায় আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। সবকিছু ঠিক থাকলে ২৬ জুলাই তিনি ঢাকায় আসবেন। এদিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’ শিরোনামের কনসার্ট কনসার্ট অনুষ্ঠিত হবে। আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানার ফেসবুক পেজ থেকে এমনটাই জানানো হয়েছে।
আজব কারখানা আয়োজিত এই কনসার্টে নচিকেতার সঙ্গে থাকবেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। এর আগে সংগীত জীবনের ৩০ বছর পূর্তিতে গত বছর ঢাকায় একটি একক কনসার্ট করেন নচিকেতা। সেই কনসার্টে নচিকেতা গানের মধ্য দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানান ।
নচিকেতা নব্বই দশকে বাংলা গানের সংজ্ঞাটাই যেন বদলে দিয়েছিলেন। সেই ১৯৯৩ সালের ১৪ আগস্ট প্রকাশ পায় নচিকেতার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’। এই শিল্পীর গানের কথায় উঠে আসে সাধারণ মানুষের মনের কথা, সহজ কথায় লুকিয়ে থাকা গভীর তাৎপর্য।
