ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘তোমার জন্য রোদ্দুর’ নিয়ে আসছেন সমরজিৎ-শুভমিতা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১২:৫৪ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘তোমার জন্য রোদ্দুর’ শিরোনামে দ্বৈত গান নিয়ে আসছেন সমরজিৎ রায় ও শুভমিতা। গানটির কথা লিখেছেন সঞ্জয় রায় এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ।

সুরকার ও কণ্ঠশিল্পী সমরজিৎ রায় বলেন, ‘শুভমিতা দিদি আমার পছন্দের একজন শিল্পী। গানটি সুর করে যখন দিদিকে পাঠাই, উনি খুব পছন্দ করেন এবং আমার সঙ্গে গাওয়ার সম্মতি জানান। এটি আমার জন্য পরম সৌভাগ্যের। আমার জন্য আরও ভালো লাগার বিষয় হলো, আমার সুরছায়ার শিক্ষার্থীরা এই প্রথম আমার কোনো গানে কোরাসে কণ্ঠ দিয়েছে। তাদের কণ্ঠ গানটির প্রতি সবার মুগ্ধতা বাড়াবে। সর্বোপরি মিষ্টি প্রেমের এই গান সবার পছন্দ হবে, এটুকু বলতে পারি।’

নতুন গান নিয়ে ভারতীয় সংগীতশিল্পী শুভমিতা বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হচ্ছে সমরজিৎ ও আমার দ্বৈত কণ্ঠের নতুন গান তোমার জন্য রোদ্দুর। আমি আশা করব, আপনারা যেভাবে সব সময় বাংলা নতুন গানের সঙ্গে থেকেছেন, তেমনি এ গানটির সঙ্গেও থাকবেন। গানটি গেয়ে আমার খুব ভালো লেগেছে। আপনাদের ভালো লাগবে, এই আশা রাখছি।’

গানটিতে কোরাসে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায় পরিচালিত সুরছায়া সংগীত পাঠশালার শিক্ষার্থী শান্তা, চন্দ্রিমা, ঐশী, শ্রাবণী, ঋতু, শ্রাবন্তী ও প্রমা। গানটি প্রকাশ করা হবে ৬ অক্টোবর সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

SN/FI
আরও পড়ুন