মিস ইউনিভার্স মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ। ২১ বছরের এ সুন্দরী পেশায় একজন আইনজীবী, নৃত্যশিল্পী ও উদ্যোক্তা।
মেক্সিকো সিটিতে বর্ণাঢ্য এক আয়োজনে বসেছিল এই সুন্দরী প্রতিযোগিতার ৭২তম আসর। এতে বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জেতেন ভিক্টোরিয়া। মিস ইউনিভার্সের মুকুট জেতার পাশাপাশি গড়েছেন নতুন এক ইতিহাসও। কারণ ডেনিশ কোনো নারী হিসেবে তিনিই প্রথম এই মুকুট পড়লেন।
ভিক্টোরিয়াকে মুকুট পড়িয়ে দেন মিস নিকারাগুয়া শেনিস প্যালসিওস। দ্বিতীয়স্থান অধিকার করেছেন নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা এবং তৃতীয়স্থান অর্জন করেছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রন।
মিস ইউনিভার্স আসরের প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। এ পর্বের অন্তর্ভুক্ত ছিল প্রতিযোগীদের বর্ণাঢ্য জাতীয় পোশাক। এরপর সেমিফাইনালে উত্তীর্ণদের সাঁতারের পোশাকে প্রদর্শনী করতে হয়। এখান থেকে ১২ জনকে পরের পর্বের জন্য মনোনীত করা হয়। তারা সন্ধ্যার পোশাকে মঞ্চ মাতান। এরপর ১২ জন থেকে চূড়ান্ত পাঁচ প্রতিযোগীকে নির্বাচন করে নেতৃত্ব ও স্থিতিস্থাপকতাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়।
এ পর্বে ভিক্টোরিয়াকে প্রশ্ন করা হয়, কেউ যদি আপনাকে বিচার না করে, তবে কীভাবে বাঁচবেন? উত্তরে তিনি বলেন, আমি প্রতিদিনের মতোই বাঁচব।
দর্শকদের উদ্দেশে ভিক্টোরিয়া বলেন, যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই, ইতিহাস গড়তে চাই এবং আজ রাতে আমি সেটাই করছি।
মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে এবারই প্রথম ২৮ বছরের ঊর্ধ্বে মহিলারা অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। এ ছাড়া গর্ভবতী নারী, মা এবং বিবাহিত নারীদের অংশগ্রহণেরও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল এবারের আসরে।
