ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মদ কেনার টাকা দেয়নি মা, রাগে বিদ্যুতের তারে শুয়ে পড়ল ছেলে

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১০:০৭ এএম

বিদ্যুতের খুঁটি বেয়ে উঠে ঝুলন্ত তারের ওপর শুয়ে আছেন এক যুবক। কোনো দিকে তাঁর মনোযোগ নেই। এভাবে তাঁর শুয়ে থাকা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যরা। গত মঙ্গলবার এমন দৃশ্যই দেখা গেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশ রাজ্যের মান্যায়ম জেলায়।

ওই ব্যক্তিকে বিদ্যুতের তারের ওপর এভাবে শুয়ে থাকতে দেখে উৎসুক মানুষ সেখানে ভিড় করেন।

ভারতীয় সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, পথচারীরা প্রথমে ওই ব্যক্তিকে বিদ্যুতের খুঁটি বেয়ে ওপরে উঠতে দেখেন। তখন অনেকে তাঁকে খুঁটি থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। উপস্থিত মানুষের বারবার অনুরোধ সত্ত্বেও ওই ব্যক্তি খুঁটি বেয়ে ওপরে উঠতে থাকেন। খুঁটির একেবারে শীর্ষে ওঠে তিনি কিছুক্ষণ বসে থাকেন। এরপরই তিনি বিদ্যুতের তারের ওপর শুয়ে পড়েন।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তি যখন বিদ্যুতের খুঁটি বেয়ে ওপরে ওঠেন, তখন তিনি মাতাল ছিলেন। ফলে তারের ওপর শুয়ে পড়ার পর তিনি নড়াচড়া করছিলেন না।

পরিস্থিতি দেখে ওই ব্যক্তির জীবন বাঁচাতে স্থানীয় বাসিন্দারা দ্রুত লাইনে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেন। বিদ্যুৎ সঞ্চালন চালু থাকলে হয়তো ওই ব্যক্তির ভাগ্যে ভয়ংকর দুর্ঘটনা ঘটে যেত। উদ্বেগ–উৎকণ্ঠার সঙ্গে কিছু সময় অপেক্ষার পর ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই ব্যক্তির নাম কে ভেনকান্না। নতুন বছরের প্রাক্কালে তিনি মায়ের কাছ থেকে টাকা চেয়েছিলেন। কিন্তু মা তাঁকে কোনোরকম টাকা দিতে রাজি হননি। মায়ের ধারণা ছিল, টাকা দিলেই তা দিয়ে মাদক কিনবেন ভেনকান্না। টাকা না দেওয়ায় তিনি রাগ করে খুঁটি বেয়ে উঠে তারের ওপর শুয়ে পড়েন। তখনো তিনি মাতাল ছিলেন।

পুলিশ বলছে, অনেক অনুরোধ করার পর ভেনকান্না নিচে নেমে এসেছেন। ওই ঘটনায় পুলিশ মামলা করেছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে।

JA
আরও পড়ুন