হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া। এ সময় তিনি যাত্রী, বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মীরাসহ বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিমানবন্দরের বিদ্যমান যাত্রীসেবা আরও বেগবান করতে বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে তিনি পরিদর্শন করেন বলে নিশ্চিত করেন বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ।
বেবিচক চেয়ারম্যান বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সাথে কথা বলেন এবং সকল যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত কল্পে সকল প্রকার উদ্যোগ গ্রহণে নিশ্চয়তা প্রদান করলে যাত্রীদের বিমানবন্দরের বর্তমান পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
যাত্রী ছাড়াও চেয়ারম্যান বিমানবন্দরে কর্তব্যরত এভিয়েশন সিকিউরিটি (এভসেক), ইমিগ্রেশন, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ, নব উদ্বোধনকৃত প্রবাসী লাউঞ্জের কর্মীরাসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং কুশলাদি বিনিময় করেন।
এছাড়াও বেবিচক চেয়ারম্যান বাংলাদেশের প্রধান ও সর্বাধিক ব্যস্ততম বিমানবন্দরে সেবা প্রদানকারী সকল সংস্থাকে বিমানবন্দরের যাত্রী সেবা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
