ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মেহজাবীন বিয়ের একাধিক ছবি প্রকাশ করলেন

মেহজাবীন ও রাজীবের জমকালো বিয়ের আসরে বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। 

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম

মেহজাবীন চৌধুরী ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। দর্শকদের ক্যারিয়ারে ইতোমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এই অভিনেত্রী ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন। যেকোনো চরিত্রেই খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে তিনি। এবার বিয়ের পিঁড়িতে বসেছেন এ অভিনেত্রী। ১৩ বছরের প্রেমিক প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

বিয়েতে কড়া গোপনীয়তা ছিল, ফলে বিয়ের ছবি প্রকাশে বিধিনিষেধ ছিল। বিয়ে নিয়ে আলোচনার মধ্যে নিজেই ছবি প্রকাশ করলেন মেহজাবীন। কনে সাজে মোহনীয় মেহজাবীনকে ক্যামেরার সামনে দেখা গেছে তাঁকে। যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর অদূরে একটি রিসোর্টে বিয়ে করেন মেহজাবীন ও রাজীব। বিয়েতে রাজীব পরেছিলেন কফি রংয়ের শেরওয়ানি। আর মেহজাবীন সেজেছিলেন সাদা শুভ্রতায়। ইতিমধ্যেই বিয়ের ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার প্রকাশ পেলো নতুন দম্পতির বিয়ের মুহূর্তের ভিডিও।

অন্তর্জালে ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিয়ের মালা পরে বর ও কনে একে অন্যের হাত ধরে দাঁড়িয়ে আছেন। বিয়ের বিশেষ মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারেননি রাজীব। অশ্রুসিক্ত রাজীবকে দেখে কেঁদে ফেলেন মেহজাবীনও। এসময় একে অন্যকে জড়িয়ে ধরেন তারা। প্রায় ১ মিনিটের ভিডিওটি হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের। 


 
মেহজাবীন ও রাজীবের জমকালো বিয়ের আসরে বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ ছিলেন।


 
গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্‌দ সম্পন্ন হয় মেহজাবীন-রাজীবের। ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। এরপরই আজ ২৪ ফেব্রুয়ারি দীর্ঘ সময়ের প্রেমের সম্পর্ককে পরিণয়ে পরিণতি দেন এ প্রেমিক যুগল।

NC
আরও পড়ুন