স্ত্রী রিয়াকে নিয়ে নতুন সিদ্ধান্ত হিরো আলমের

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পিএম

ঢাকায় ফিরেই স্ত্রী মডেল রিয়ামনিকে ডিভোর্স দেবেন বলে ঘোষণা দিয়েছেন বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে কনটেন্ট ক্রিয়েটর হয়ে আলোচনায় আসা হিরো আলম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে অভিনেতা বলেন, ‘২০১৬ সালে প্রথম স্ত্রী সুমি আমার বিরুদ্ধে মামলা করে। অভিযোগের কিছুদিন পরেই আমাদের বিচ্ছেদ হয়। এরপর সে অন্যত্র বিয়ে করেন। অনেকে মনে করেন আমার প্রথম স্ত্রী রয়েছে, তবে এ কথা সত্য না। প্রথম স্ত্রীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে স্ত্রী বাবা-মা’কে সেবা করবেন না এমন স্ত্রী তো দরকার নেই। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা খবর নিয়ে দেখতে পারেন। কেন  আমি আমার প্রথম স্ত্রীকে ছাড়লাম।’

তিনি আরো যোগ করে বলেন, ‘প্রথম স্ত্রীকে ছেড়ে রিয়া মনিকে বিয়ে করি। সেও একই রকম। আমার বাবা-মাকে দেখবে না। তাকে নিয়ে কীভাবে সংসার করব। রিয়া মনির মতো মেয়ে জীবনে শত শত আসবে কিন্তু বাবা-মা আর আসবে না। বিয়ে করা কি অপরাধ? বিয়ে করা কোনো অপরাধ না। অপরাধ হচ্ছে বিয়ের পর বউয়ের কথা মতো বাবাকে কষ্ট দেওয়া। আমি খারাপ হতাম না যদি স্ত্রীর কথা মতো চলতাম।’

এর আগে, বুধবার (১৬ এপ্রিল) ফেসবুকে রিয়ামনিকে বয়কটের ঘোষণা দেন তিনি। হিরো আলম নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি লিখেন, ‘রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম।  কারণ, আমার বাবা হসপিটালে, সে (রিয়া মনি) আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ-গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবাকে এতদিন দেখতে আসেনি।  আমার বাবা বেঁচে থাকতে হাসপাতালে দেখতে এলো না, তাহলে আমি পড়ে থাকলে সে কী করবে।’

রিয়াকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করার কথা উল্লেখ করে হিরো আলম আরও লেখেন, ‘রিয়া মনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় না। রিয়া মনি যে কত খারাপ, খুব শিগগিরই বুঝতে পারবেন আপনারা।’

অন্যদিকে, হিরো আলম স্ত্রীকে বয়কট ঘোষণার পর রিয়া মনি গণমাধ্যমকে বলেন, মানসিকভাবে ঠিক নেই উনি (হিরো আলম)। যেহেতু উনার বাবা মারা গেছেন। সত্য কথা বলতে কী এই বিষয়ে আমার বলার কিছু নেই।

রিয়ার এমন মন্তব্যের পর পরই এবার সংবাদ সম্মেলন করেন হিরো আলম।

RK/Fj
আরও পড়ুন