অবসরের পর কারারক্ষীরাও আজীবন রেশন সুবিধা পাবেন এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার বকশিবাজারে কারা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আইজি প্রিজন বলেন, কারারক্ষীদের আজীবন রেশন প্রদানের বিষয়টি সরকার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। এটি এখন বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। এর ফলে অবসর-পরবর্তী জীবন আরও সুরক্ষিত হবে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন কারাগারে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে। এ সমস্যা মোকাবিলায় সম্প্রতি দুটি নতুন কেন্দ্রীয় কারাগার ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। কারা প্রশাসনের কার্যক্রম আরও সমন্বিত করতে ঢাকা বিভাগকে দুটি পৃথক বিভাগে ভাগ করা হয়েছে বলে জানান তিনি।
সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, কারা অধিদপ্তরে জনবল সংকট নিরসনে সরকার ১ হাজার ৮৯৯টি নতুন পদ অনুমোদন দিয়েছে। এ ছাড়া আরও ১ হাজার ৫০০ জনবল নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কারা ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।
বাংলাদেশ জেলের নতুন নামকরণের উদ্যোগ