ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এবার ছোট পর্দায় মধুমিতা

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৯:৪৪ এএম

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার ফিরছেন ছোট পর্দায়। বড় পর্দা এবং ওয়েব সিরিজে সাফল্যের সঙ্গে কাজ করার পর এবার টেলিভিশনের পর্দায় নতুন এক চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’-র প্রোমো, যা ইতিমধ্যেই দর্শকমহলে আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই ধারাবাহিকে মধুমিতাকে এক র‍্যাপারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। প্রোমো দেখে বোঝা যাচ্ছে, এক সাধারণ পরিবারের মেয়ের গায়িকা হয়ে ওঠার অদম্য স্বপ্ন, সংগ্রাম এবং যাত্রার গল্পই তুলে ধরা হবে এই ধারাবাহিকে। চরিত্রে থাকবে তারুণ্য, আত্মবিশ্বাস এবং নতুন কিছু করার স্পৃহা।

তবে প্রোমো প্রকাশ্যে আসার পর দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের একাংশ ধারাবাহিকের নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, মধুমিতার নতুন লুক তাদের মন জয় করতে পারেনি। আবার অনেকেই জানিয়েছেন, নতুনভাবে মধুমিতাকে দেখার জন্য মুখিয়ে আছেন তারা।

সব মিলিয়ে, এই মুহূর্তে অপেক্ষা কেবল ধারাবাহিকটির সম্প্রচারের। দর্শকরা কিভাবে গ্রহণ করেন মধুমিতার এই নতুন রূপ, তা সময়ই বলে দেবে।

উল্লেখ্য, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে পাখি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন মধুমিতা সরকার। এরপর তাকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসার আরেক হিট ধারাবাহিক ‘কুসুম দোলা’-তে। কয়েক বছরের বিরতির পর এবার ছোট পর্দায় তার প্রত্যাবর্তন নিঃসন্দেহে তার ভক্তদের জন্য এক বড় খবর।

NB/AHA
আরও পড়ুন