লন্ডনে অনুষ্ঠিত অরিজিৎ সিংয়ের কনসার্টে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে জনপ্রিয় এই ভারতীয় গায়ক যখন গাইছিলেন তার জনপ্রিয় গান ‘সাইয়ারা’, হঠাৎ করেই অন্ধকারে ডুবে যায় গোটা স্টেডিয়াম। মাইক্রোফোনসহ পুরো সাউন্ড সিস্টেমও বন্ধ হয়ে যায়। এতে হতবাক হয়ে পড়েন অরিজিৎ এবং উপস্থিত হাজারো ভক্ত।
প্রথমে দর্শকরা ভেবেছিলেন এটি সাময়িক কোনো ত্রুটি। কিন্তু দীর্ঘ সময়েও বিদ্যুৎ ফেরত না আসায় অনেকে ধীরে ধীরে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যেতে থাকেন। এতে গানটি শেষ করতে পারেননি অরিজিৎ, এমনকি দর্শকদের ধন্যবাদ জানানোর সুযোগও পাননি তিনি।
তবে পরে জানা যায়, ঘটনাটি যান্ত্রিক ত্রুটি নয়। লন্ডন স্টেডিয়ামের নিয়ম অনুযায়ী রাত সাড়ে দশটার পর কোনো অনুষ্ঠান চালিয়ে যাওয়া নিষিদ্ধ। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় কর্তৃপক্ষ নিজ উদ্যোগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই নিয়ম মানার পক্ষে মত দিয়েছেন, আবার অনেকে এটিকে শিল্পীর প্রতি ‘অসম্মান’ হিসেবে উল্লেখ করছেন। বিশেষ করে ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন যে, একটি বিশ্বমানের শিল্পীকে গান অসমাপ্ত রেখেই থামিয়ে দেওয়া ঠিক হয়নি।
এ ঘটনায় এখনো অরিজিৎ সিং বা আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় আবেদনের সময় বাড়লো
রাষ্ট্রীয় সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন