আসামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হৃদয়বিদারকভাবে চলে গেছেন প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গ। তার মৃত্যুতে শুধু আসাম নয়, স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশের সাংস্কৃতিক অঙ্গন।
এই শোকের মধ্যেই প্রকাশ্যে এসেছে জুবিন গার্গের মৃত্যুর কারণ। সিঙ্গাপুর হাইকমিশন থেকে পাঠানো ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘জলে ডুবে মৃত্যু’ (Death by Drowning)।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়ার কথা বলা হয়েছে। তবে এটি ময়নাতদন্তের রিপোর্ট নয়। দুটি বিষয় এক নয়।
তিনি আরও জানান, আমরা সব নথি সিআইডির হাতে তুলে দিচ্ছি। আসামের মুখ্যসচিব ইতোমধ্যে সিঙ্গাপুর সরকারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট দ্রুত পাওয়া যায়।
বর্তমানে আসাম সরকার ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। মুখ্যমন্ত্রী সম্পূর্ণ তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। এই মৃত্যু ঘিরে যদি কোনো রহস্য থেকে থাকে, তা উন্মোচনে প্রশাসন তৎপর রয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে কফিনে করে জুবিন গার্গের মরদেহ দেশে আনা হয়। প্রিয় শিল্পীকে শেষবারের মতো একনজর দেখতে হাজার হাজার ভক্ত জড়ো হন গুয়াহাটিতে। শহরের রাস্তায় জনস্রোত নেমে আসে। অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। তারা জানিয়ে দেন জুবিন শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন আসামের আত্মার সুর।
সংগীতে ইতি টানলেন তাহসান, কনসার্টে আবেগঘন বিদায় ঘোষণা
শুটিংয়ে আহত সালমান খান